Header Ads

অসম সফরে আসছেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ ৯ ফেব্ৰুয়ারি অসম সফরে আসছেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী। গোটা রাজ্যে ৯০০০ কোটি টাকার চারটে প্ৰকল্প উদ্বোধন করবেন তিনি। তার মধ্যে একটি হচ্ছে চাঙসারিতে এআইআইএমএস (এইমস) হাসপাতালের ‘ভূমি পুজন’ অনুষ্ঠান। সেখানে ওইদিনের অনুষ্ঠানে পশ্চিম গুয়াহাটি, পূৰ্ব গুয়াহাটি, নলবাড়ি, রহা, জাগিরোড, মরিগাঁও, শিপাঝাড়, বড়ক্ষেত্ৰী, কমলপুর, পলাশবাড়ি, মঙ্গলদৈ সমেত রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্ৰায় ৩ লক্ষ মানুষের ভিড় জমায়েত হবে বলে আশা করা হচ্ছে। সূত্ৰের খবর, এইসব লোকেরা পায়ে হেটে কিংবা নিজেদের গাড়ি, বাস এবং ট্ৰেনে করে আসবে। ইতিমধ্যেই অনুষ্ঠানের জন্য পাঁচটি ট্ৰেন সাধারণ মানুষের পরিষেবার জন্য রাখা হয়েছে। মোদীর অসম সফর উপলক্ষে এদিন পথে বাইক র‍্যালিও হবে, যেখানে ২০ হাজারেরও বেশি বাইকার অংশগ্ৰহণ করবে। এদিন প্ৰধানমন্ত্ৰী গুয়াহাটি এবং উত্তর গুয়াহাটিকে সংলগ্নকারী ফোর লেন ব্ৰিজেরও উদ্বোধন করবেন। সেইসঙ্গে নুমলিগড় শোধনাগারে বায়োডিজেল রিফাইনারি প্ৰকল্পের উদ্বোধন করবেন তিনি। এছাড়াও বারাউনি থেকে গুয়াহাটি পৰ্যন্ত গ্যাসের পাইপলাইন প্ৰকল্পও চালু করবেন প্ৰধানমন্ত্ৰী মোদী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.