Header Ads

অসম রাইফলস দেশের সুরক্ষার সাথে সমাজের জন্যও আনেক কাজ করেছেঃ তথাগত রায়

ডিফুতে নবম সৰ্বভারতীয় পুলিশ কমাণ্ডো প্ৰতিযোগিতা আরম্ভ

সঙ্গীতা ভৌমিক দাসঃ ডিফু,
আজ ডিফু ক্ৰীড়া সন্থার নবনিৰ্মিত ষ্টেডিয়ামে নবম সৰ্বভারতীয় কমাণ্ডো প্ৰতিযোগিতার শুভারম্ভ হয়। অসম রাইফলস প্ৰশিক্ষণ কেন্দ্ৰ ডিফুর উদ্যোগে আগামী ৯ জানুয়ারী পৰ্যন্ত অনুষ্ঠিত হবে এই প্ৰতিযোগিতা। দেশের ১৪টি রাজ্যের পুলিশ কমাণ্ডোর দল অংশ গ্ৰহণ করা এই প্ৰতিযোগিতার মূল উদ্দেশ্য হলো কমাণ্ডোদের শারীরিক সক্ষমতা, মানসিক স্থিরতা, গুলীচালনার দক্ষতা এবং নেতৃত্ব প্ৰদানের দক্ষতা বিকাশ। মোট ২২টা দল অংশ গ্ৰহণ করা এই প্ৰতিযোগিতায় ১৪টি প্ৰদেশের রাজ্যিক পুলিশ অংশগ্ৰহণ করার সাথে অন্যান্য কেন্দ্ৰীয় কমাণ্ডোর দলও অংশ গ্ৰহণ করেছে। এই প্ৰতিযোগিতায় ঘন জংগলে, নগরাঞ্চলে, যুদ্ধের সময় সৃষ্টি হওয়া বিভিন্ন অসুবিধার মোকাবিলা করা, গুলীচালনা এবং অন্যান্য বহু শারীরিক সক্ষমতার প্ৰতিযোগিতা চলবে। আজ সকাল ১০ টায় মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় মুখ্য অতিথিরূপে উপস্থিথ থেকে এই প্ৰতিযোগিতার শুভ উদ্বোধন করেন। বৰ্ণাঢ্য অনুষ্ঠানে অসম রাইফলসের ২১ পেরা বেটেলিয়নের প্ৰতিনিধিরা হেলিকাপ্টারের মাধ্যমে বিভিন্ন কলা-কৌশল এবং পেরা গ্লাইডিং প্ৰদৰ্শন করে। অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ প্ৰদান করেন অসম রাইফলসের সঞ্চালক প্ৰধান লেফটেনেন্ট জেনারেল সুখদীপ সাংওয়াং। মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় অসম রাইফলসের এই পদক্ষেপকে প্ৰশংসনীয় আখ্যা দিয়ে প্ৰতিযোগিতাটি সুকলমে অনুষ্ঠিত হবে বলে আশা প্ৰকাশ করেন। তিনি অসম রাইফলসের উচ্চ প্ৰশংসা করে অসম রাইফলস উত্তর পূৰ্বাঞ্চলের জন্য বন্ধুর মতই কাজ করে এসেছে বলে উল্লেখ করেন। তিনি সাথে অসম রাইফলস কেবল দেশের সুরক্ষাই নয় সমাজের জন্যও সৰ্বদা কাজ করে এসেছে বলে মন্তব্য করেন। কাল থেকে প্ৰতিযোগিতাটি ডিফুস্থিত অসম রাইফলসের প্ৰশিক্ষণ কেন্দ্ৰে অনুষ্ঠিত হবে। আজকের বৰ্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে অসম রাইফলসের জওয়ানরা বিভিন্ন কলা-কৌশল প্ৰদৰ্শন করার সাথে মণিপুরের ‘রিদম অফ মণিপুর' প্ৰদৰ্শন করা সংগীতানুষ্ঠান সবাইকে মন্ত্ৰমুগ্দ্ধ করে তোলে। উল্লেখ্য যে আগামী ৯ জানুয়ারীতে সমাপন অনুষ্ঠানে অসমের মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোয়াল অংশ গ্ৰহণ করবেন বলে জানতে দেয় অসম রাইফলসের উচ্চ পদস্থ আধিকারীকরা। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.