Header Ads

২ জানুয়ারি থেকে শুরু হবে এনআরসিতে নাম সংশোধনের প্ৰক্ৰিয়া


নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ সোমবার থেকে শেষ হয়েছে এনআরসিতে দাবি আপত্তি জমা দেওয়ার প্ৰক্ৰিয়া। এনআরসিতে নাম নথিভুক্ত করতে আবেদন করেছেন প্ৰায় ২৯ লক্ষ মানুষ। বাদবাকি ১১ লক্ষের কী হবে সেটাই বৰ্তমানে সবচেয়ে বড় প্ৰশ্ন। আগামী ২ জানুয়ারি থেকে শুরু হবে নাম সংশোধনের প্ৰক্ৰিয়া। চলবে ৩১ জানুয়ারি পৰ্যন্ত। যাদের নাম সংশোধনের প্ৰয়োজন রয়েছে এই সময়ের মধ্যে নিজের নিজের এনআরসি সেবা কেন্দ্ৰে গিয়ে আবেদনপত্ৰ পূরণ করে জমা করতে হবে। সেইসঙ্গে থাকতে হবে এআরএন নম্বর সহ প্ৰয়োজনীয় অন্যান্য নথিপত্ৰও। গত ৩০ জুন নাগরিকপঞ্জির সম্পূৰ্ণ খসড়া প্ৰকাশের পরই শুরু হয় দাবি এবং আপত্তি জমা দেওয়ার প্ৰক্ৰিয়া। প্ৰথমে ১৫ ডিসেম্বর পৰ্যন্ত এই প্ৰক্ৰিয়া শেষ হওয়ার কথা ছিল। তারপর সুপ্ৰিম কোৰ্ট ৩১ ডিসেম্বর অবধি এই মেয়াদ বাড়ায়। কিন্তু এরপরও বাদ পড়া ৪০ লক্ষ লোকের পক্ষে আবেদন করা সম্ভব হয়নি। অনেক ক্ষেত্ৰে যেমন নথি বাধা হয়ে দাঁড়িয়েছে। আবার অনেকে কাজের চাপে নিজের শহরে ছুটে আসতে পারেননি। ২৯ ডিসেম্বর অবধি গোটা রাজ্যে পুনরাবেদন পড়েছে মাত্র ২,৮৫০০০। শেষ দুই দিনে এই সংখ্যা ৫০ হাজারের মতো বেড়েছে বলে বিশেষ সূত্ৰে জানা গিয়েছে। এদিকে আবেদন জানানোর ক্ষেত্ৰেও সচেতনতার অভাব প্ৰকাশ্যে এসেছে। ফলে এখনও পৰ্যন্ত আবেদন না করা মানুষগুলোর কী হবে তা নিয়েই বৰ্তমান রাজ্য রাজনীতিতে চলছে জোর চৰ্চা ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.