Header Ads

পেট্ৰোল ডিজেলে আড়াই টাকা করে কমাল কেন্দ্ৰ, রাজ্যকেও সমপরিমাণে কমানোর আহ্বান কেন্দ্ৰের

 ছবিঃ সৌজনে এএনআই
নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়াদিল্লিঃ দাম কমছে পেট্ৰোল এবং ডিজেলের। কেন্দ্ৰীয় অৰ্থমন্ত্ৰী অরুণ জেটলি বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে জ্বালানিতে দাম কমানোর কথা ঘোষণা করেন। তিনি জানান- কেন্দ্ৰ প্ৰতি লিটারে দেড় টাকা করে অন্তঃশুল্ক হ্ৰাস করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে তেল সংস্থাগুলি প্ৰতি লিটার ছাড় দেবে এক টাকা করে।  রাজ্যগুলিকেও সমপরিমাণে দাম কমানোর আহ্বান কেন্দ্ৰীয় অৰ্থমন্ত্ৰীর। ফলে  বিজেপি শাসিত বিভিন্ন রাজ্য অসম সহ ছত্তিসগড়, ত্ৰিপুরা, গুজরাট পেট্ৰোল এবং ডিজেলে অতিরিক্ত আড়াই টাকা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।কেন্দ্ৰ সরকারের আহ্বানে সাড়া দিয়েছে অসম সরকার। অসমে বৰ্তমান প্ৰতি লিটার পেট্ৰোলের দাম হচ্ছে ৮৬.৫০ টাকা। নতুন দাম হবে ৮১.৫০ টাকা। প্ৰতি লিটার ডিজেলের দাম ৭৮.৯১ টাকা। নতুন দাম হবে ৭৩.৯১ টাকা। একলাফে ৫ টাকা করে দাম কমাতে কিছুটা হলেও আম জনতা স্বস্তি পেলেন বলে মনে করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.