Header Ads

রাহুল গান্ধী সংসদে প্ৰধানমন্ত্ৰীকে আলিঙ্গন করে ব্যতিক্ৰমী নজির সৃষ্টি


গুয়াহাটিঃ ২০০৩ সালে কংগ্ৰেস দল তদানীন্তন প্ৰধানমন্ত্ৰী অটল বিহারী বাজপেয়ী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্ৰস্তাব এনে ছিল। নরেন্দ্ৰ মোদির ৪ বছর সরকারের পর তেলেগু দেশম, কংগ্ৰেস, প্ৰভৃতি দলের উত্থাপিত অনাস্থা প্ৰস্তাবের বিরুদ্ধে শুক্ৰবার সংসদে বক্তব্য রাখতে গিয়ে কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধী ব্যতিক্ৰমধৰ্মী নজির সৃষ্টি করলেন। তিনি ভাষণ শেষ করার পর হঠাৎই প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির সঙ্গে আলিঙ্গন করেন, চলে যাওয়ার মুহূৰ্ত্তে প্ৰধানমন্ত্ৰী স্বয়ং রাহুলকে ডেকে এনে হাত মেলান। সংসদের এই বেনজির ঘটনায় লোকসভার অধ্যক্ষ সুমিত্ৰা মহাজন ক্ষোভ প্ৰকাশ করে বলেন, এই ঘটনায় সংসদের গরিমা ক্ষুন্ন হয়েছে। বিজেপি রাহুল গান্ধীর বিরুদ্ধে বিশেষাধিকার ভঙ্গের অভিযোগ আনার হুমকি দিয়েছে। রাহুল গান্ধী তার ভাষণে বিজেপি সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন, আপনারা আমার যতই সমালোচনা করুন, যতই আমাকে ‘পাপ্পু' বলুন কিন্তু আমি আপনাদের সম্মান করব, হৃদয়ে স্থান দেব।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.