Header Ads

দাবি আপত্তির সময়েও কাউকে সন্দেহজনক নাগরিক হিসাবে গণ্য করা হবে না, প্ৰতীক হাজেলা


প্ৰথম খসড়া তালিকা থেকে ১ লক্ষ ১৫ হাজার নাম বাদ পড়ার আশঙ্খা

গুয়াহাটিঃ জাতীয় নাগরিকপঞ্জীর দ্বিতীয় খসড়া তালিকা প্ৰকাশ পাবে আগামী ৩০ জুলাই। জাতীয় নাগরিকপঞ্জীর সমন্বয়ক প্ৰতীক হাজেলা জানিয়েছেন, আগামি ৩০ জুলাই প্ৰকাশিত তালিকায় যাদের নাম অন্তৰ্ভূক্ত হবে না, তাদেরকে কোনও ভাবেই সন্দেহজনক নাগরিক হিসাবে গণ্য করা হবে না। দাবি আপত্তির সময় দেওয়া হবে ১ মাস। সেই সময় নাম অন্তৰ্ভূক্ত করার জন্য আগে দাখিল করা নথি-পত্ৰও পুনরায় দাখিল করতে পারবে। আগে দাখিল করা নথি-পত্ৰ পুনরবিবেচনা করা হবে। একই ব্যক্তিকে আত্মপক্ষ সমৰ্থনের জন্য একাধিক বার সময় দেওয়া হবে।এন আর সি কত্তৃপক্ষ সব দিক যাচাই না করে সংশ্লিষ্ট ব্যক্তিকে সন্দেহজনক তালিকায় অন্তভূক্ত করবে না। সমন্বয়ক জানিয়েছেন, প্ৰথম খসড়া তালিকা থেকে সন্দেহজনক ১ লক্ষ ১৫ হাজার মানুষকে বাদ দেওয়া হবে। প্ৰতীক হাজেলা ‘নেজাইন নামে এক পোৰ্টাল' ম্যাগাইজিনকে এ কথা বলেছেন। পোৰ্টালের পক্ষে সাক্ষাৎকার নিয়েছেন বিশিষ্ট সাংবাদিক সুশান্ত তালুকদার। তিনি জানান, সমন্বয়ক প্ৰতীক হাজেলা আশ্বাস দিয়েছেন, খসড়া তালিকা থেকে প্ৰকৃত ভারতীয় নাগরিকদের নাম বাদ না পড়ে তা সুনিশ্চিত করা হবে। তবে ১ লক্ষ ২৫ হাজার ‘ডি' ভোটার এবং তাদের সন্তান-সন্তুতিদের নাম এবং বিদেশী ট্ৰাইব্যুনালে যাদের নামে মামলা চলছে সেই সব ব্যক্তিদের পরিবার-পরিজনদের নাম এন আর সি তালিকায় না থাকার সম্ভাবনায় বেশী। এ আই ইউ ডি এফ সভাপতি বদরুদ্দিন আজমল অভিযোগ করেছেন, এন আর সি তালিকা থেকে বৈধ ভারতীয় নাগরিক মুসলমানদের নাম বাদ দেওয়ার চক্ৰান্ত চলছে। সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেছেন, মানুষ এন আর সির দাবি আপত্তি জানাবে না পঞ্চায়েত নিৰ্বাচনে ভোট দেবে? কারণ এন আর সি তালিকার পরেই পঞ্চায়েত নিৰ্বাচন। এন আর সি নিয়ে বদরুদ্দিন আজমলের ভূমিকায় সন্দেহ প্ৰকাশ করে কংগ্ৰেস বিধায়ক আব্দুল খালেক বলেছেন, আজমল বিজেপির এজেন্ট হিসাবে কাজ করছেন। বিজেপি বিধায়ক শিলাদিত্য দেবের বিরুদ্ধে আজ দিশপুর থানায় কৃষক শ্ৰমিক উন্নয়ন পরিষদ এজাহার দাখিল করে অভিযোগ করেছে, রাজ্যে সাম্প্ৰদায়িক সম্প্ৰীতি বিনষ্ট করার জন্য নানা আপত্তিকর মন্তব্য করেই যাচ্ছেন বিধায়ক দেব। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.