Header Ads

মোবাইল এই দেশকে অপসংস্কৃতির দিকে ঠেলে দিয়েছে , সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে

নয়া ঠাহর কলকাতা : মোবাইল ভারতের জুসমাজ কে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।শিশু থেকে বৃদ্ধ মোবাইল থেকে পরিত্রাণ নেই। ২৪ ঘণ্টা সঙ্গে মোবাইল  সামাজিক জীবন   ভেঙে পড়েছে। মোবাইল  আবিষ্কর্তা স্বীকার করেছেন এই ছোট্ট ইলেকট্রনিক সামগ্রী আবিষ্কার করে কি ভুল না করেছেন। আমেরিকা  করোনা কালে  মোবাইল ব্যবহার   নিয়ন্ত্রণ করে ৬৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রেখেছিল।এখন ১০০ শতাংশ  নিয়ন্ত্রণ করতে চাইছে।সব প্রাথমিক বিদ্যালয় এই নিয়ন্ত্রণ আরোপ করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.