Header Ads

একটি পূর্ণ বয়স্ক নিম গাছ 10 টন এসি র সমতুল্য ঠান্ডা বাতাস

নয়া ঠাহর,গুয়াহাটি   দেশে ব্যাপক হারে সবুজ। ধ্বংস   ,সব নদনদী শুকিয়ে যাচ্ছে জলাশয়গুলি জলস্তর নেমে গেছে।দেশের 27কিলোমিটার পবিত্র গঙ্গা দূষিত হয়ে গেছে  ,এইপবিত্র নদীর তীরবর্তী কল কারখানা  থেকে  দূষিত আবর্জনা সব গঙ্গার। জলে ফেলা হচ্ছে। বারাণসী তে মনিকর্নিকা ঘাট  এ প্রতিদিন সয়ে সয়ে মৃতদেহ পোড়ানো হয়।  আধপোড় মৃতদেহ গঙ্গায়  ফেলে ,কানপুরে  জুতো কারখানার বিষাক্ত রাসায়নিক গঙ্গা তে  ফেলে দেওয়া হয়।। দেশের মানুষ গাছ লাগায় না, গাছ কাটে।  কেন্দ্রীয় সরকার  নিম গাছ লাগানোর এক কর্মসূচি  হাতে নিয়েছিল এখন সবাই ভুলে গেছে। নিম গাছের মত উপকারী গাছ  ভু ভারতে নেই। এই গাছ  বাতাসের বিষাক্ত   কার্বন শুষে। নিয়ে অক্সিজেন  উৎপাদন করে।। একটি পূর্ণ বয়স্ক নিম গাছ  10টন   এসি র সমান ঠাণ্ডা বাতাস উৎপাদন করে। বাড়ীর চারপাশে এই গাছ লাগালে বাড়ীর পরিবেশ ভালো হয়। শুদ্ধঠান্ডা হাওয়া  হওয়া সৃষ্টিকরে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.