অসমে ৩৬ শতাংশে অনুপ্রবেশ কারী , ১২টি জেলায় খিলনজিয়া সংখ্যা লঘু বলেন মুখ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
নয়া ঠাহর, গুয়াহাটি: মুখ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিল্লী ঝাড়খন্ড এ নির্বাচনি প্রচারে গিয়ে মূখ্য মন্ত্রী অরবিন্দ কেজরওয়াল কে আক্রমণ করে বলেন কেজরিওয়াল যে আবগারী কেলেঙ্কারি তে গ্রেফতার হবেন টা ভাবা যায়নি। বলেন তাজমহলের মত নিজের বাড়ি বানিয়েছেন। বিলাসী জীবন কাটাচ্ছেন। ঝাড়খন্ড এ অনুপ্রবেশ কারী সমস্যার কথা উল্লেখ করে বলেন অসমে ৩৬শতাংশ অনুপ্রবেশ কারী।১২ টি জেলাতে খিলন জিয়া র সংখ্যা লঘু।
😏😏
কোন মন্তব্য নেই