Header Ads

আগামী কাল মহাসপ্তমী

আগামী কাল মহাসপ্তমী পূজা।
সুনীল রায় নগাঁও ১অক্টেবর :- প্রতি বছরের মত এইবার নগাঁও শহরে প্রায় শতাধিক শরদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হতে চলছে। আজ ছিল দেবীর বোধন অর্থ্যাত শষ্টী পূজা ।প্রতিটি পূজা মন্ডপে আজ সকাল হতে পূজা কমিটির কর্মকর্তাদের দেখা গেল খুব ব্যস্ততা সাজানো গুছানো আলোক সজ্জা বিভিন্ন কাজকর্ম নিয়ে।সন্ধ্যার সময় দেবীকে পূজা মন্ডপের আনার ব্যস্ততা।তার সাথে সন্ধ্যার হ ওয়ার সাথে সাথে পুরুষ মহিলা সাথে কাঁচি কাঁচি শিশুদের দেখা গেল পূজা মন্ডপে মা দূর্গা কে দর্শন করার জন্য।গত দুটি বছর রাজ্যে মহামারী করোনা থাকার জন্য রাজ্য সরকারে পূজা করার অনুমতি দিলেও তার সাথে কিছু বাঁধা অরুপ বেন্ধে দিয়ে ছিল।তার দরুন পূজা অনুষ্ঠিত হলেও সেই ধরনের ফূর্তি হয় নাই।এই বছর রাজ্য সরকারের কোনো বাধা অরুপ নেই। তারজন্য ষষ্টীর দিনটিতে যেধরনের জনগণের পূজা মন্ডপ গুলিতে মা দূর্গা কে দর্শন করার জন্য যে ধরনের ভির দেখা গেল তাতে বুঝা গেল যে এইবার শরদীয় দূর্গা পূজা সপ্তমী, অষ্টয়ী নবমী এই তিনটি দিন প্রচন্ড ভিড় হবে তার বুদা গেল।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানালেন নগাঁও সদর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রূপক শর্মা, এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ডা:দুল্লর্ভ চুমুয়া, বাঙালী নেতা চিত্ত পাল এক প্রেছবিবৃতে  জানান যে শরদীয় দূর্গা পূজা উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানানোর সাথে অগন্তক দিনগুলি সুখে সমৃদ্ধে  অতিবাহিত হয় তারজন্য মা দূর্গার কাছে কামনা করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.