Header Ads

লাওখোয়া চাপরিতে লোমহর্ষক হত্যা কাণ্ড

লাওখোয়া চাপরিতে লোমহর্ষক হত্যাকান্ড।
সুনীল রায় নগাঁও ২২সেপ্টেম্বর :- নগাঁও জেলার লাওখোয়া চাপরির সাতনম্বর ভগামুখে নৃশংস ও লোমহর্ষক হত্যাকান্ড সংঘটিত হয়।
স্বামীর দার ঘাপে নিহত হয় পত্নী।ঘাতক স্বামী আলাল উদ্দীনে দা দিয়ে গলা কেটে হত্যা করে পত্নী ফরিদা খাতুন কে। সকালে সংঘটিত হয় এই চাঞ্চল্যকর হত্যাকান্ড। তিন সন্তানের মাতৃ ছিল ফরিদা খাতুন। জানতে পারা মতে দীর্ঘ দিন ধরে পারিবারিক কন্দলে পিতৃগৃহে ছিল ফরিদা খাতুন গতকাল নিজ বাড়িতে এনে রাত্রেই হত্যা করে স্বামী আলাল উদ্দীনে।
অভিযুক্ত আলাল উদ্দিনে‌ বাড়ীর উঠানে পত্নীর গলায় দাদিয়ে উপর্যুপরি ঘাপিয়ে‌ হত্যা করে।নিজ পত্নীকে হত্যা করে ঘাতক স্বামী পলায়ন‌ করে বাড়ী হতে।ফরিদা খাতুনের গলাকাটা অবস্থাতে উঠানে পরে থাকা দেখে লাওখোযা চাপরি পুলিশ ফাঁড়িতে খবর দেয় স্থানীয় জনগণে। পুলিশ ঘটনাস্থলে এসে পত্নীর মূত্যদেহ উদ্ধার করে নগাঁও ভোগেশ্বরী ফুকননী অসামরিক চিকিৎসালয়ে মরোনত্তর পরীক্ষার জন্য পাঠায়।মরোনত্তর পরীক্ষার পর পরিবারের লোকদের সমজিয়ে দেয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.