Header Ads

জাপানিজ এনকেফেলাতেস প্রকোপ বৃদ্ধি

অবিভক্ত নগাঁও জেলাতে জাপানীজ এনকেফেলাইটিসের সংক্রমন বৃদ্ধি##
মৃত্যুর সংখ্যা তিন জনে বৃদ্ধি##
সুনীল রায় নগাঁও ১৪জুলাই :- সম্প্রতি ভাবে অবিভক্ত নগাঁও জেলাতে (নগাঁও - হোজাই)তে জাপানীজ এনকেফেলাইটিস রোগের সংক্রমন‌ বৃদ্ধি পাওয়া তেজটিল‌ রূপ ধারণ করেছে।৭জুলাই প্রর্য্যন্ত এই রোগে ১২ জন লোক আক্রান্ত হয়েছিল যদিও আজ পর্যন্ত এই রোগের আক্রান্তের সংখ্যা ১৬ জনে বৃদ্ধি পেয়েছে। গতকাল কাকভোরে এই রোগে আক্রান্ত হয়ে একজন লোকের মৃত্যু হয়েছে। জেলাটির মধ্য দীঘলদরির চন্দ্র কান্ত নাথ(৫৮)র আজ কাকভোরে মৃত্যু হয়। জানতে পারা মতে চন্দ্র কান্ত নাথ  জাপানীজ এনকেফেলাইটিস রোগে আক্রান্ত হয়ে গুযাহাটীতে চিকিৎসাধীন হয়েছিল। আরোগ্যের কোনো লক্ষন নাদেখলে পরিযালের লোকে গতকাল নাথকে বাড়ীতে আনে এবং আজ কাকভোরে তার মৃত্যু হয়।এটিকে নিয়ে নগাঁও জেলাতে জাপানীজ এনকেফেলাইটিসে  নগাঁও জেলাতে মৃত্যুর সংখ্যা ৩জনে বৃদ্ধি পেলো। জুন মাস হতে নগাঁও জেলাতে সংক্রামন  হ ওয়া এই রোগে জেলাটি তে ৭জুলাইর পর পুনর আন্য চারজন লোক এই রোগে আক্রান্ত হয়েছে।জেলা মেলেরিয়া বিভাগে জানানো তথ্য মতে নতুন করে আক্রান্ত হ ওয়া সকল হলো- কঠিযাতলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্ঘত দরঙীয়ালের জিতেন‌বরা, (৪৫)পানীখাইটি কাটনীগাঁত্তের  নাজম উদ্দিন (৭০), হৌজাই জেলার জংঘল‌ব্লকের আলাল উদ্দিন (৫২) এবং গরুবন্ধা গোসাইগাঁত্তের‌ কুমুদ মহন্ত (৫১)এই চারজন বর্তমান গুয়াহাটি তে চিকিৎসাধীন হয়ে আছে।জেলাটি তে জাপানীজ এনকেফেলাইটিস রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি হ ওয়ার জন্য নগাঁও জেলা মেলেরিয়া বিভাগে এই রোগ প্রতিরোধের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সেই অনুযায়ী এই রোগ প্রতিরোধের জন্য জনগণের মধ্যে সজাগতা সৃষ্টির জন্য সহস্রাধিক সজাগতা সভা , ফ' গিং দেওয়া, মশারী তে ঔষধীকরন করা এই সকল ব্যবস্থা রূপায়ন করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.