Header Ads

আর এস এস এর উত্তর অসম প্রান্তের সম্মেলন

হোজাইতে রাষ্ট্ৰীয় স্বয়ং সেবক সংঘের (আর এস এস ) উত্তর অসম প্ৰান্তের সংঘ শিক্ষা বর্গের সমাপন অনুষ্ঠান

সঞ্জিত সরকার,হোজাই,১৬মে------হোজাই গীতাশ্ৰম স্থীত সংস্কার মন্দির প্রকল্প প্রাঙ্গণে গত ২৫ এপ্ৰিল থেকে রাষ্ট্ৰীয় স্বয়ং সেবক সংঘের (আর এস এস ) দ্বারা পরিচালিত উত্তর অসম প্ৰান্তের প্ৰথম বর্ষের সংঘ শিক্ষা বর্গের ২০ দিনের প্ৰশিক্ষণ শিবিরের গতকাল সমাপন হয়  বিশেষ কার্যক্রমের  মাধ্যমে।গতকাল সমাপন অনুষ্ঠাবের শুরুতে স্বাগত প্ৰণাম , ধ্বজা উত্তোলন এবং প্ৰাৰ্থনা করার পর প্ৰশিক্ষাৰ্থীদের দ্বারা আত্মরক্ষার জন্য প্ৰশিক্ষনের   শারীরিক কুচ-কাওয়াজ প্রদর্শন করা হয় । এই সমাপন অনুষ্ঠাণে  মুখ্য অতিথি হিচাপে উপস্থিত ছিলেন অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধ্যক্ষ রুক্ম গোহাঁই বরুয়া এবং  লগতে মুখ্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উত্তর অসম প্ৰান্তের ক্ষেত্ৰীয়  সংঘ চালক ডঃ উমেস চন্দ্ৰ চক্ৰবৰ্তী। ।গতকালের এই সমাপন  অনুষ্ঠানে হোজাইর বিধায়ক রামকৃষ্ণ ঘোষ সহ হোজাই জেলা বিজেপির বিভিন্ন কর্মকর্তারা সহ রাজ্য বিজেপি দলের বিভিন্ন স্তরের নেতা কৰ্মীরা উপস্থিত ছিলেন ৷ এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিশাল সংখ্যক সংঘ প্ৰেমীরাও এই মহতি অনুস্ঠানে উপস্থিত ছিলেন । উল্লেখ্য ২০ দিনব্যাপী চলা , এই শিক্ষা বর্গে পাহাড়ী রাজ্য মেঘালয়, নাগালেণ্ড সহ অসমের ব্ৰহ্মপুত্ৰ উপত্যকা থেকে মোট ২২০জন শিক্ষার্থী এই শিক্ষা বর্গে  অংশ গ্ৰহণ করেন। সমাপন অনুষ্ঠানে মুখ্য অতিথি অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদের অধ্যক্ষ  রুক্ম গোহাঁই বরুয়া তার বক্তব্যে উপস্থিত সংঘ প্ৰেমীদের  সম্বোধন করে বলেন  ' সংঘের প্ৰাথমিক কাজ হল সময়ানুবৰ্তীতা কেননা আজ বক্তব্য রাখার জন্য যে সময় নিৰ্ধারণ করা হয়েছিল ঠিক সেই সময়েই আমাকে বক্তব্য প্ৰদান করার জন্য আহ্বান জানানোই হচ্ছে সংঘ অর্থাৎ আর এস এস এর বৈশিষ্ট্য । তিনি আরো বলেন, একটি শিশু যেমন আকাশে চাঁদ দেখামাত্র হাত দিয়ে ধরার চেষ্টা করে ঠিক সেইরূপ তিনিও আজ আকাশের চন্দ্রের মতই আর এস এস রূপি মহান এই সাগর সম্বন্ধে জানতে এসেছেন ৷ প্ৰশিক্ষনের পর সংঘের কর্মকর্তাদের আত্মবিশ্লেষণ করা  উচিত বলেও তিনি মত পোষণ করেন ৷ কারণ প্ৰশিক্ষণ নেওয়ার পরই  একজন ব্যক্তি প্ৰজ্ঞাবান হন  অনুষ্ঠানের মুখ্য বক্তা অসম প্ৰান্তের ক্ষেত্রীয সংঘ চালক ডঃ উমেশ  চন্দ্ৰ চক্ৰৱৰ্তী প্ৰশিক্ষাৰ্থী এবং  উপস্থিত বিশাল সংখ্যক সংঘ প্ৰেমিদের সম্বোধন করে বলেন, সংঘের কর্মকর্তারা মন থেকে যাতে উজ্জীৱিত হন তারজন্যই ,মানসিক ,বৌদ্ধিক প্ৰশিক্ষণ দেওয়া হয় যাতে সমাজের প্ৰতিজন ব্যক্তির সুস্থ সবল হয়ে বেচে থাকার পাশাপাশি  মানসিক বিকাশ বৃদ্ধি হয় ৷ এরজন্যই আর এস এস বা সংঘ নি:স্বার্থ ভাবে কর্ম করে যাচ্ছে । তিনি আরো বলেন, বিগত ছয় সাত বছর দেশের যথেষ্ট অগ্ৰগতি হয়েছে যদিও দেশ এবং দেশের নাগরিক এখনই  এতিয়ালৈ সম্পূৰ্ণরুপে আত্মনির্ভরশীল হয় নি । এমতাবস্থায়  সকলকে আত্মনির্ভর শীল দেশ হিসাবে গড়ে তোলরবা জন্য  সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি ৷ ভারতবর্ষের চিন্তাধারা সমগ্র বিশ্বে প্রচার-প্রসার করার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন মুখ্যবক্তা ডঃ উমেশ  চন্দ্ৰ চক্ৰৱৰ্তী ৷  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.