Header Ads

বন্যা আক্রান্ত অসম

হোজাইতে বন্যার কড়াল গ্রাসে প্লাবিত বহু গ্রাম : গৃহহীন বহু গ্রামবাসী : তৎপর প্রশাসন 


সঞ্জিত সরকার, হোজাই,১৬মে : গত প্রায় এক সপ্তাহ ধরে একাধারে হওয়া মুসলধার বৃষ্টিতে কপিলি নদীর জল অস্বাভাবিক হারে বাড়তে থাকার ফলে হোজাই শহর সংলগ্ন বিভিন্ন গ্রামাঞ্চল বন্যার কবলে পড়েছে ৷ গৃহহীন হয়ে পড়েছেন বিভিন্ন গ্রামের সহস্রাধিক গ্রামবাসী ৷ নিরবিচ্ছিন্ন ভাবে হয়ে যাওয়া প্রবল বৃষ্টির ফলে বন্যার কবলে পড়েছে ঠেপলাগুরি, রায়কাটা,ইসলামপুর, চন্দনপুর,কছারি গাও,কাঠালটলি,হাওয়াইপুর, যমুনাসিট,দীঘলবালি,ইত্যাদি গ্রাম সহ পার্শবর্তী  গ্রামগুলি৷ গৃহহীন হয়ে পড়েছেন সহস্রাধিক গ্রামবাসী ৷ রায়কাটা ইসলামপুর গ্রামে রাস্তার উপর দিয়ে বন্যার জল বইছে। রাস্তার উপর প্রায় এক হাটু জল ৷ বন্যার কবলে পরে হাজার বিঘার উপর ধান খেতি এবং কৃষি জমির বিস্তর ক্ষয় ক্ষতি হয়েছে এ পর্যন্ত ৷ হোজাইর বিধায়ক রামকৃষ্ণ ঘোষ এবং জেলাশাসক অনুপম চৌধুরী বন্যা দুর্গতদের ক্ষয়ক্ষতির খবর নিয়েছেন সরজমিনে গিয়ে ৷ এদিকে লংকায় কপিলী নদীর জলস্ফীতি ভয়ংকর বন্যার সৃষ্টি করেছে । লংকার দক্ষিণ লস্করপাথার মাজ গ্রামে প্ৰায় ২৫০ টি  পরিবার বন্যার কবলে পড়ে দিশেহারা হয়ে পড়েছে ।বন্যা দুর্গতদের উদ্ধারের জন্য  প্ৰশাসনের তরফে বিশেষ ব্যবস্থা গ্রহন কির পরিলক্ষিত হয় নি। প্রবল বন্যার ফলশ্রুতিতে বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার পরিস্থীতির সৃষ্টি হয়েছে ৷ সঙ্গে রয়েছে খাদ্য সামগ্রীর অভাব ৷ এক অবর্ননীয় পরিস্থিতি বলা যায় ৷ বন্যা দুর্গতরা জেলা প্রশাসন সহ রাজ্য সরকারের কাছে সাহায্যের জন্য কাতর আবেদন জানিয়েছেন ৷ এদিকে যমুনামুখ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা বন্যার কবলে পড়েছে ৷ যদিও কেন্দ্রটির এ আই ইউ ডি এফ ডকের বিধায়ক সিরাজউদ্দিন আজমল ভাতঘুম
ঘুমাচ্ছেন বলে অভিযোগ উঠেছে ৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.