Header Ads

সুন্দরবনে বাঘ গণনা শুরু,কাজিরাঙাতে পাখি গণনা শেষ হল

নয়া ঠাহর,গুয়াহাটি: সুন্দরবনের1680 বর্গ কিলোমিটার জঙ্গলে 161 জোড়া ক্যামেরা  বসানো হয়েছে। প্রতিটি বাঘের  গায়ে  ডোরা কাটা দাগের বিন্যাস আলাদা তা দেখে গণনা করা হয়। এবার 150 টি বাঘ ছাড়িয়ে যাবে বলে বন কর্তা রা আশা করছেন। অসমে কাজিরঙা 157 টি জলাশয়ে  উভচর  পাখি গণনা চলছে বলে   ডিরেক্টর পি শিবকুমার জানিয়েছেন।জানান126 টি প্রজাতির 66,776 টি পাখি নথিভুক্ত হয়েছে। সবচেয়ে বেশি মিলেছে বার হেডেড গুজ, নর্দান পিন টেল, কমন টিল, লেসর হুইসলিং ডাক,গাড ওয়াল  ইত্যাদি। প্রসঙ্গত কাজিরঙা প্রতি বছর বন্যার সময় শয়ে শয়ে হরিণ ও অন্যান্য জীব জন্তু মারা  পরে। বার শিঙ্গা বা   ইস্টান সোয়াম্প ডিয়ারের সংখ্যা হ্রাস পেয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.