Header Ads

গুজরাতে গির অভয়ারণ্যে সিংহের মৃত্যু

নয়া ঠাহর,ডিজিটাল ডেস্ক: গুজরাতের অমরেলি জেলাতে গাড়ির ধাক্কাতে এক সিংহের মৃত্যুর খবর পাওয়া গেছে। অমরেলি বিখ্যাত গির  অভ্যরণ্যে র অন্তর্গত এলাকা,সেখানেও গাড়ি চলে।গির  অভ্যরণ্যে শুধুই পশুর রাজা  সিংহের আবাস।সেখানেও বন গ্রাম আছে। অসমের কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানে হোটেল  ,দোকান পাট সবই আছে।37   নম্বর  জাতীয় সড়ক  চলে গেছে।সুপ্রিম কোর্ট হোটেল দোকান পাট বন্ধের  নির্দেশ দিয়েছেন। এই জঙ্গলে ভারতের গর্ব এক খড়গ  বিশিষ্ট গন্ডারের বাস  নিরাপত্তা নেই তাদের পশুপ্রেমী সংগঠন গুলোর  অভিযোগ সে রকমই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.