Header Ads

বুধবার টোকিও অলিম্পিকে লাভলিনা রিঙে নামবেন অসম বিধানসভা সাক্ষী থাকবে

অমল গুপ্ত, গুয়াহাটি : মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজ  ুয়াহাটি নেহরু স্টেডিয়ামে  লাভলিনা  বড়গোহাই এর সফলতার জন্যে   প্রার্থনা করলেন প্রদীপ জ্বালালেন। রাজ্যবাসীকে আহ্বান জানালেন কাল লাভলিনা  রিংয়ে নামবেন তার আগে রাজ্যবাসী  স্নান ধ্যান করে  পুজোপাঠ করার সময় যেন লাভলিনার সাফল্যের  জন্যে  প্রার্থনা করেন। তিনি বলেন, অলিম্পিকের ১২৫ বছরের ইতিহাসে  এই  সর্ব প্রথম অসমের কন্যা পদক আনবেন।   লাভলিনা সেমিফাইনালে লড়বেন  তুরস্কের   বিরুদ্ধে সোনা আনতে যদি নাও পারেন একটি পদক নিশ্চিত। অসম বিধানসভার  কালকের অধিবেশনের সময়  লাভলিনার প্রতি  শ্রদ্ধা জানানোর জন্য এবং তার খেলা  টিভির পর্দায় দেখার জন্যে ১১টা থেকে আধ ঘন্টা বিধানসভা   স্থগিত রাখার প্রস্তাব গ্রহণ করেছে বলে অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী জানিয়েছেন। উপাধ্যক্ষ ডাক্তার  নুমল মোমিন এই  সুন্দর প্রস্তাব দিয়েছেন। অধ্যক্ষ সঙ্গে সঙ্গে সেই প্রস্তাব মেনে নিয়েছেন। লাভলিনার বাবা টিকেন বড়গোঁয়াই  আজ বলেন, তার মেয়ের সফলতা কামনা করে সরুপাথরের গ্রামে সবাই মন্দিরে প্রদীপ জ্বালায়   প্রাথনা করে। এদিকে, তার দিদি লিমা সি আই এস এফ কর্মী যোধপুরে বিমান বন্দরে  তার ডিউটি,  বোনের জন্যে প্রাথনা করছেন। আরেক দিদি  লিচা বি এস এফ-এর জোয়ান দেশের জন্য  লড়ছেন। যমজ দুই দিদি লিচা ও লিমা কিক বক্সিঙে জাতীয় স্তরে সাফল্য  পেয়েছিলেন। ১৯৯৭ সালের অক্টোবর লাভলিনার জন্ম ১২ বছর বয়স থেকে কিক বক্সিং যোগ দেয়। এক সাক্ষাৎকারে লাভলিনা দুঃখের সঙ্গে বলেন, ঘরে একজন  ছেলে সন্তান  না থাকায়  গ্রামবাসী ছাড়া  আত্মীয় স্বজনরাও  তাদের খোঁটা দিতে ছাড়েনি। বলেন, তার দুই যমজ দিদি   আধা সামরিক বাহিনীতে কাজ করেন। উভয়ই দেশের জন্য লড়ছেন। আর আমিও বক্সিঙে দেশের জন্যে লড়াই করছি। অসমের গোলাঘাট জেলার   ধানসিঁড়ি মহকুমার  বরপাথারের বারো মুখিয়া গ্রামের সন্তান  লাভলিনা। প্রতিনিয়ত সংগ্রাম করে বাঁচতে হয়েছে। রাস্তাঘাট নেই, জরাজীর্ণ পথ, স্থানীয়  বিজেপি বিধাযক  বিশ্বজিৎ ফুকুনের এতদিন পর  মনে হয়েছে  রাস্তাটি পাকা করতে হবে।  লাভলিনারা যখন জীবন  সংগ্রাম করছিলেন তখন পাশে কেউ ছিলেন না। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ৫০ লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। আজ অসম প্রদেশ কংগ্রেস কমিটি লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। বারো মুখিয়া  গ্রামে  পায়ে হেঁটে  যাওয়া যেত না। এখন দামি দামি গাড়ির   চাকাও জল কাদা ভেঙে  আড়াই হাজার টাকার একদিনের চা শ্রমিক টিকেন বাবুর বাবুর   বাড়িতে ভীড় জমাবে। কারণ সেখানে যে সোনার কন্যা লাভলিনা আছে। লাভলিনার সঙ্গে বাংলা যোগ হয়েছে। কলকাতার বক্সিং কোচ  আলী কামার  লাভলিনাকে কোচিং করাচ্ছেন। কামার আশা প্রকাশ করে বলেছেন, তার ছাত্রী   নিজের  সিদ্ধান্তে অটল। কথা কম বলে। খুব জেদি। সে সোনা  আনবেই।









কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.