Header Ads

নগাঁও জেলায় আবগারি বিভাগের অভিযান

সুনীল রায়, নগাঁও : নগাঁও জেলাতে আবকারী বিভাগে অবৈধ মদ বিরুদ্ধে ব্যাপক অভিযান অব্যাহত রেখেছে। চলতি বর্ষের জুলাই মাসে নগাঁও জেলার আবকারী বিভাগে নগাঁও শহরকে ধরে জেলাটির বিভিন্ন অঞ্চলে অভিযান‌ চালিয়ে বৃহৎ পরিমানের অবৈধ্য  মদ জব্দ করতে সক্ষম হয়। নগাঁও জেলা জন সংযোগ বিভাগে দেওয়া তথ্য মতে অবৈধ্য মদের ব্যবসায়র সাথে জড়িত থাকা লোকের বিরুদ্ধে ২৯৩টি কেস নথিভুক্ত হয়েছে। জুলাই মাসে জেলা আবকারী বিভাগে ৬জন অবৈধ মদ ব্যবসায়ীকে গ্ৰেপ্তার করেছে। এর একজন অসম অবকারী(এ)আইন ২০১৮র অধীনে ৫৩(১)(এ)ধারার অধীনে গ্ৰেপ্তার করেছে। আবকারী বিভাগে ৪৯,৫৭৯লিটার পাঁচ, ২১৭৭,৫০লিটার দেশী মদ নষ্ট করেছে। তাছাড়া, ১৩৭টি বাখর, ১৪৩টি দেশী মদ প্রস্তুত করা সামগ্ৰী৭৫৬কেজিলালি গুরপাচযাই ৫০কেজি জব্দ করেছে। তাছাড়া, বৃহত পরিমানের বিলাতী মদ এবং বিয়ার  জব্দ করতে সক্ষম হয়।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.