Header Ads

১০১টি আসনে জিতে অসমে কংগ্রেস জোট সরকার হবে : রিপুন বরা

বাংলায় ২০০ আসনে বিজেপি সরকার : অমিত শাহ

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অসমে ১০১ টি আসনে জিতে কংগ্রেস-এআইইউডিএফ  জোট সরকার   প্রতিষ্ঠিত হবে। আজ গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সভাপতি রিপুন বরা এই দাবি করেন। তিনি নির্বাচন কমিশনের দিকে আঙ্গুল তুলে বলেন, অনেক কেন্দ্রে ইভিএম সম্পর্কে অভিযোগ এসেছে।  স্ট্রং রুম সিসি ক্যামেরা লাগানোর দাবি জানান। কংগ্রেস দলের সাধারণ সম্পদক রকিবুল হোসেনও দাবি করেন, ৭০/৭২টি আসনে মহাজোট সরকার গড়বে। এই জোটের সাংসদ অজিত ভূঁইয়া  বলেন, ৭০/৭৫ টি আসনে জোট সরকার গড়বে। তিনিও ই ভি এম নিয়ে অভিযোগ করেন। ৬৫ টি বেশি আসন পাবার দাবি করে মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজ রিলাক্স মুডে মন্দিরে মন্দিরে ঘুরছেন। সঙ্গে সাংসদ দিলীপ ইকিয়াও আছেন।  পশ্চিমবঙ্গে  চার দফা ভোটে আজ কলকাতায় অভিনেত্রী শ্রাবন্তী ও পায়েলর পক্ষ অমিত শাহ রোড শো করেন। তিনি আজও দাবি করেন, ২০০ টি বেশি আসনে বিজেপি জিতবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কুচবিহারে কেন্দ্রীয় বাহিনী  সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। বিজেপি নির্বাচন কমিশনর কাছে অভিযোগ করেছে। তিনি বলেছেন, সি আর পি এফ গণ্ডগোল করলেই  মহিলারা যেন ঘিরে ধরে বাকি মহিলারা সেই সময় ভোট  দিয়ে দেয়। এর আগে বলেছেন, মহিলারা যেন  কেন্দ্রীয় বাহিনীকে   হাতা-খুন্তি দিয়ে মোকাবিলা করে। আজ বাঘাজতিনর এক সভায় বিজেপি  উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড থেকে  বিজেপি গুন্ডা এনে কলকাতার সব হোটেল বুক করে নিয়েছে। বিজেপি  টাকা দিয়ে সব  বিধাযক কিনে নেবে। প্রধানমন্ত্রীর  বাংলা   ভাষণ নিয়েও  ভেংচি কাটেন। উনি সোনার বাংলা উচ্চারণ করতে পারেন না, আবার সুনার  বাংলা বলেন। আজ পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষর উপর  হামলা হয়। তার গাড়ি ভাঙচুর করা হয়। বিজেপি  কর্মীরা নির্বাচন কমিশনে অভিযোগ করেছে। মুখ্যমন্ত্রী   মমতা   বন্দ্যোপাধ্যায়  মুসলিম জনগোষ্ঠীকে একজোট হয়ে তৃণমূল   কংগ্রেসকে ভোট দেবার আহ্বান জানান। বাংলার ৩০ শতাংশ  মুসলিম   ভোটার তৃণমূলের   সমর্থক বলে   দাবি করা হয়। নির্বাচন  কমিশন  সম্প্রদায় নিয়ে আবেদনে   আপত্তি জানিয়ে নোটিশ দিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.