Header Ads

উত্তর প্রদেশে দুর্গা পূজা হবে না

নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ৩০ সেপ্টেম্বরঃ উত্তরপ্রদেশ বিজেপি সরকার এবার  দুর্গা পূজার অনুমতি দেবে না। তবে রাবণ বধ, দশেরার অনুষ্ঠানে বাধা নেই। উত্তরপ্রদেশ প্রায় তিন লাখ বাঙালি মানুষের বসবাস রয়েছে, শতাধিক দুর্গাপুজো অনুষ্ঠিত হয়, কাশী বারাণসী, এলাহাবাদ প্রভৃতি শহরে লাখ লাখ বাঙালির বসবাস রয়েছে। যুগ যুগ  ধরে দুর্গাপুজো হয়ে আসছে। এবছর অতিমারি করোনার অজুহাতে পুজো বন্ধের হুকুম হয়েছে। ঘরে বসে পুজোর হুকুমের বিরুদ্ধে    প্রয়াগের বাঙালি সংগঠন আদালতের দ্বারস্থ হয়েছে বলে সংবাদ সূত্রে জানা গেছে। এদিকে অসমে আলোচনা বিরোধী স্বাধীন আলফা অসমে  দুর্গা পূজা না করার হুকুম দিয়েছে। তাদের যুক্তি লকডাউনের সময় বিহু উৎসবের ওপর সরকার বাধা আরোপ করেছিল, তাই দুর্গা পূজা করা যাবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.