Header Ads

জেলা প্রশাসনকে স্মারকপত্র ভিএইচপি সহ বজরং দলের

নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়াঃ বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের ব্যবস্থাপনায় গতকাল কাছাড় জিলার এডিসি রাজীব রায় মহোদয়ের কাছে একটি স্মারকপত্র প্রদান করাহয়। তারা জানান ফরেইনার ট্রাইবুনাল থেকে জেলার বিভিন্ন স্থানে শুধু হিন্দু সম্প্রদায়ের লোকেদের উপর নোটিশ পাঠানো হচ্ছে, তার বিরুদ্ধে গর্জে উঠে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ্য থেকে তারা জানান আর যেনো এরকম কাউকে নোটিশ না দেওয়া হয়। আর যদি কাউকে এমন নোটিশ পাঠিয়ে হেনস্তা করা হয় তাহলে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ্য থেকে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। সম্প্রতি দুর্গা পুজার ওপর জেলা শাসক যে নির্দেশাবলী জারি করেছিলেন তার মধ্যে কিছু নিয়ম কানুন নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা আপত্তি জানান। দুর্গা প্রতিমার উচ্চতা নিয়ে প্রসাশন যে নিয়ম দিয়েছিলেন সে সম্পর্কে তারা বলেন, এটা যুক্তিহীন কারন ২০ দিনের ভিতরে নতুন করে ৫ ফুট উচ্চতার মূর্তি বানানো কখনোই সম্ভব নয়। মৃত শিল্পীদের আগের তৈরী মূর্তি গ্রহণ করার আবেদন জানায় তারা। তারা আরও বলেন, কেন ৩ মাস আগে এই গাইড লাইন দেওয়া হল না ? তারা জানান অস্থায়ী প্যাণ্ডেল তৈরি করার অনুমতি দেওয়া সহ দুই চাকার যানবাহন (শুধুচালক) চলাচল এর অনুমতি চাওয়া হয়। তৎসঙ্গে বলা হয়, আলো বা শব্দ থেকে যেহেতু কোরোনা সংক্রমিত হয় না, তাই লাইট ও মাইক বাজানোর অনুমতি দেওয়া হোক। আগামী মঙ্গল অথবা বুধবার এর ভিতরে প্রশাসনের পক্ষ থেকে নতুন গাইডলাইন জারি করা হবে বলে এডিসি রাজদীপ রায় পরিষদের কার্যকার্তাদের আশ্বস্ত করেছেন বলে জানা যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.