Header Ads

সংখ্যালঘু উন্নয়ন বিভাগে চরম দুর্নীতি

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ  অসম সরকারের সংখ্যা লঘু  উন্নয়ন বিভাগ এবং চর  উন্নয়ন এ সরকারি বরাদ্দের   ব্যাপক দুর্নীতির অভিযোগ করেছে  রাষ্ট্রিয়  জনতা দল। এই দলের সংখ্যা লঘু  সেলের সভাপতি সায়েদ আলি আহমেদ এবং সাধারণ সম্পাদক মজনুর রহমান আজ এক বিবৃতিতে অভিযোগ করেছেন সংখ্য  লঘু উন্নয়ন বিভাগের বরাদ্দ 500 কোটি টাকা,তার অধিকাংশ  ছাত্র ছাত্রীদের বৃত্তির টাকা দেওয়ার নামে দুর্নীতি করা হয়েছে, চর এলাকায় রাস্তা ঘাট নর্দমা, সোলার লাইট, গাড়ি  প্রভৃতি দেওয়ার নামে ব্যাপক দুর্নীতি তদন্ত দাবি  ,ছাড়াও চর উন্নয়ন বিভাগে কর্মরত সরকারি কর্মীচারীরা  পাহাড় সমান সম্পত্তি  করেছেন, এই বেআইনি সম্পত্তি তদন্তের দাবি জানিয়েছে রাষ্ট্রিয় জনতা দলের অসম  কমিটি ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.