Header Ads

শীঘ্রই প্রকাশ হতে চলেছে ‘নয়া ঠাহর’এর বিশেষ পুজো সংখ্যা.....

ছবি, সৌঃ আন্তর্জাল



 বরাক ব্যুরো, নয়া ঠাহর: আর মাত্র কয়েকটা সপ্তাহ, এর পরই বাঙালির প্রাণের উৎসব দুর্গোৎসব। তাই ঢাকে কাঠি পড়ার আওয়াজের অপেক্ষায় রাজ্যের সর্বস্তরের মানুষ। আর সেইসঙ্গে প্রকাশ হতে চলেছে নয়া ঠাহরের বিশেষ শারদীয়া সংখ্যা, প্রচণ্ড উৎসাহ নিয়ে এই বিশেষ সংখ্যাটি প্রকাশের অপেক্ষায় রয়েছেন পাঠকবর্গ সমেত বিজ্ঞাপন দাতারা। বিশিষ্ট লেখক-লেখিকাদের বিভিন্ন রকম কবিতা, গল্প ও রচনা নিয়ে বেরোচ্ছে এই বছরের বিশেষ পুজো সংখ্যা। এদিকে করোনা আবহে এবারের দুর্গোৎসব নিয়ে যথেষ্ট চিন্তিত প্রশাসন সহ স্বাস্থ্য দপ্তর। তাছাড়া, করোনা আবহের মধ্যে শারদ উৎসব পালনের ক্ষেত্রে সামাজিক রীতিনীতি পালন করার পাশাপাশি সরকারি নির্দেশ মেনে চলাটাও খুবই আবশ্যক বলে মনে করছেন প্রশাসন সহ স্বাস্থ্য দপ্তর। সেইসঙ্গে করোনা সংক্রমণ ঠেকাতে সচেতন রয়েছেন স্বেচ্ছাসেবকরা। এদিকে শাস্ত্র মতে, মলমাসে শুভ কার্য নিষিদ্ধ। তাই, এ বছর আশ্বিন মাস মলমাস পড়ে যাওয়ায় দুর্গাপূজা করা সম্ভব হয়নি, তবে আসছে ২২ অক্টোবর ষষ্ঠী থেকে শুরু হয়ে ২৬ অক্টোবর শেষ হবে দুর্গোৎসব। তাই মাতৃ আরাধনা ও পুজো নিয়ে অপেক্ষারত সমগ্ৰ বিশ্বের বাঙালি সমাজ সহ দেশবাসী। তাই একইসঙ্গে সরকারী নির্দেশ মেনে ও সব রকম সতর্কতা অবলম্বন করে প্রত্যেককে শারদ উৎসবের আনন্দে সামিল হওয়ার আমন্ত্রণ জানায় নয়া ঠাহর পরিবার। নয়া ঠাহরের এবছরের বিশেষ শারদ সংখ্যা পাঠকদের আনন্দিত ও মনে প্ৰাণে উজ্জীবিত করবে বলে ‘নয়া ঠাহর’ গোষ্ঠী আশাবাদী।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.