Header Ads

গুয়াহাটি বেঙ্গালুরু, আগরতলা দেওঘর রুটে ট্রেন চলবে, কামরূপ এক্সপ্রেসের খবর নেই

 

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশে নতুন করে ৮০ টি ট্রেন চলবে। এবারও গুয়াহাটি-কলকাতা, হাওড়া, শিয়ালদহ রুটে কোনো ট্রেন দেওয়া হবে না। তবে গুয়াহাটি-বেঙ্গালুরু রুটে একটি ট্রেন চালু হবে। যেটি হাওড়া হয়ে যাবে। এছাড়াও দেওঘর-আগরতলা রুটে ট্রেন চালানো হবে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ অফিসার   শুভানন চন্দ্ আজ বাংলা নিউজ পোর্টাল নয়া ঠাহরকে একথা জানান। তিনি জানান, ১২ সেপ্টেম্বর থেকে ৮০ টি অথাৎ ৪০ জোড়া ট্রেন চলাচল শুরু করবে। তিনি  জানান, এখন ব্রহ্মপুত্র মেল ও রাজধানী চলছে। জন শতাব্দি চলছে, ১২ তারিখের পর  অবোধ  আসাম  দিল্লি রুটে চলবে। কামরূপ এক্সপ্রেস কবে যাবে ঠিক নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.