অসম ফেরত মেঘালয়ের এক ব্যক্তি করোনা আক্রান্ত
ননী গোপাল ঘোষ, ২৭ জুনঃ
অসম থেকে ফিরে আসার পর মেঘালয়ার রি-ভোই জেলার উমডেন গ্রামের এক বাসিন্দা করোনা আক্রান্ত হলেন । শুক্রবার মেঘালয়ার স্বাস্থ্য মন্ত্রী এ এল হেক জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তি দুইমাস ধরে গুয়াহাটিতে দুধ সরবরাহ করার জন্য একটি গাড়ির চালক হিসাবে কাজ করছিলেন, ২৪ জুন তিনি রাজ্যে ফিরে আসেন।
মেঘালয়ে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা চার । মোট ৪৭ জন করোনা আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪২ জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের ।
স্বাস্থ্য মন্ত্রী এ এল হেক আরো জানিয়েছেন, মোট ১৮,০৩৭ টি নমুনার মধ্যে ১৭,৭৪১-টি নমুনার ফলাফল নেতিবাচক এসেছে । ২৫০-টি নমুনা পরীক্ষার ফলাফল অপেক্ষায় রয়েছে।
অসম থেকে ফিরে আসার পর মেঘালয়ার রি-ভোই জেলার উমডেন গ্রামের এক বাসিন্দা করোনা আক্রান্ত হলেন । শুক্রবার মেঘালয়ার স্বাস্থ্য মন্ত্রী এ এল হেক জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তি দুইমাস ধরে গুয়াহাটিতে দুধ সরবরাহ করার জন্য একটি গাড়ির চালক হিসাবে কাজ করছিলেন, ২৪ জুন তিনি রাজ্যে ফিরে আসেন।
মেঘালয়ে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা চার । মোট ৪৭ জন করোনা আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪২ জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের ।
স্বাস্থ্য মন্ত্রী এ এল হেক আরো জানিয়েছেন, মোট ১৮,০৩৭ টি নমুনার মধ্যে ১৭,৭৪১-টি নমুনার ফলাফল নেতিবাচক এসেছে । ২৫০-টি নমুনা পরীক্ষার ফলাফল অপেক্ষায় রয়েছে।
কোন মন্তব্য নেই