Header Ads

অসমে আরও ৯২ জন সংক্রমণ মুক্ত, সুস্থের সংখ্যা বেড়ে ২৭৭, সক্রিয় ১১০৬


গুয়াহাটি : রাজ্যে পজিটিভের সংখ্যা ১৩৯০-তে পৌঁছেছেঅপ্ৰতিরোধ্য করোনা সংক্ৰমিত আরও ৬ জনের তথ্য দিয়েও এক সুসংবাদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাতিনি জানিয়েছেন, আজ আরও ৯২ জন করোনা-মুক্ত হয়েছেন সোমবার বিকেল :২০ মিনিটে তৃতীয় টুইট করে মন্ত্রী জানান, রাজ্যে আরও জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে নিয়ে আক্রান্তের সংখ্যা ১৩৯০ জন বৃদ্ধি পেয়েছেএরপর সন্ধ্যা :৫৫ মিনিটে জানান, আজ ৯২ জনের নমুনা পরীক্ষার পর ফল নেগেটিভ আসায় রাজ্যের সাতটি কোভিড সেল থেকে ছুটি দেওয়া হয়েছেপরিসংখ্যান দিয়ে মন্ত্রী জানান, গুয়াহাটি কালাপাহাড় হাসপাতাল থেকে ৪৬, মহেন্দ্র মোহন চৌধুরী হাসপাতালের ২২, তেজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৩, যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের , বরপেটার ফকরউদ্দিন আলি আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের , শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের এবং ডিব্রুগড়ের আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জনকে ছুটি দেওয়া হয়েছে  নিয়ে অসমে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন মোট ২৭৭ জনসক্রিয় রোগী ১১০৬ জন চিকিত্সাধীন
এদিকে, বিকেল :২০ মিনিটের টুইটবার্তায় মন্ত্রী জানিয়েছিলেন, রাজ্যে আরও জনের শরীরে পজিটিভ ধরা পড়েছেতাঁরা চড়াইদেও জেলার , একজন করে শিবসাগর নগাঁও জেলার বাসিন্দা
আজ সকাল :৪০ মিনিটে প্রথম টুইট করে ২২ জন কোভিড-১৯- আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছিলেন মন্ত্রীতাঁদের মধ্যে ১৪ জন ডিব্ৰুগড়, ধেমাজির , তিনসুকিয়ার এবং চড়াইদেও জেলার এক জনএর পর বেলা ১২:০৫ মিনিটে দিনের দ্বিতীয় টুইট আপডেটে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, ২৩টি আরও নতুন কোভিড-১৯ পজিটিভ মামলা এসেছেনতুন যাঁদের রিপোর্ট এসেছে তাঁদের মধ্যে ১১ জন বরপেটা, জন ওদালগুড়ি, জন ধুবড়ি, জন দরং এবং জন শোণিতপুর জেলার বাসিন্দাখবর লেখা অবধি মোট ২৯ জন সংক্রমিত হয়েছে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.