Header Ads

গোলাঘাটে এক চিতা বাঘকে হত্যা করে ক্যামেরার সামনে নখ, দাঁত কেটে নেওয়া হল



নয়া ঠাহর : সারা দেশে অতিমারির ভয়াবহ করোনা ভাইরাস সংক্রমণ চলেছে। এই অবস্থায় অসমে কিন্তু চোরা শিকারিদের দৌরাত্ম্য কমেনি। বন বিভাগের ক্ষমাহীন ব্যার্থতার সুযোগ নিচ্ছে চোরা শিকারিরা কাজিরঙাতে বাঘ হত্যার পর গোলাঘাটের আহোম গ্রামে এক চিতা বাঘকে নৃশংসভাবে হত্যা করে ক্যামেরার সামনে দাঁত, নখ, উপরিয়ে নিয়ে লোম কেটে নেওয়ার ছবি দেখলো দেশবাসী পুলিশ কাউকে গ্রেফতার পর্যন্ত করতে পারেনি এদিকে, গুয়াহাটির চিড়িয়াখানার খাঁচায় বন্দি পশু-পাখিদের ঠিক মত খাদ্য দেওয়া হচ্ছে না বলে প্রকৃতি প্রেমিক সংগঠনগুলো অভিযোগ করেছে। চিড়িয়াখানা ছেড়ে হরিণগুলো বাইরে চলে আসছে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.