Header Ads

যাত্রীবাহী রেল পরিষেবা ৩১ মার্চ অবধি বন্ধ রাখার সিদ্ধান্ত রেলমন্ত্রকের

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- ২১ মার্চ
রেলমন্ত্রকের তরফে জানানো হল , আগামী ৩১ মার্চ অবধি মেল , এক্সপ্রেস , প্যাসেঞ্জার, লোকাল সহ সব রকমের যাত্রীবাহী রেল পরিষেবা বন্ধ থাকবে । তবে, চলবে মালগাড়ি । মেট্রো রেল পরিষেবাও বন্ধ থাকবে ।

ছবি, সৌঃ ইন্টারনেট

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার দেশের লাইফলাইন বলে পরিচিত ' রেল পরিষেবা '-কে পুরোপুরি বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করা হল। রবিবার ভোর চারটের আগে যে সব এক্সপ্রেস বা মেল ট্রেন যাত্রা শুরু করেছে, সেগুলি গন্তব্যে পৌঁছানোর পরেই যাত্রা থামাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.