Header Ads

করোনা ভাইরাস রোগ প্রতিরোধে হোমিওপ্যাথি ওষুধ আর্সেনিক এলবাম 30 খাবার পক্ষে গুয়াহাটির রিজিওনাল রিসার্চ ইনিস্টিটিউট



অমল গুপ্ত, গুয়াহাটি : ভারত সরকারের অধীনে আয়ুষ মন্ত্রণালয়ের রিজিওনাল রিসার্চ ইন্সটিটিউট অফ হোমিওপ্যাথি, গুয়াহাটি আঞ্চলিক কেন্দ্র করোনা ভাইরাস রোগ প্রতিরোধে আর্সেনিক এলবাম 30 নামে এক হোমিওপ্যাথি ঔষধের পক্ষে সওয়াল করছে। সেই সঙ্গে প্রতিরোধমূলক বাবস্থা গ্রহণের প্রচার চালাচ্ছে। গুয়াহাটি আঞ্চলিক কেন্দ্র ডাক্তার রণজিৎ সোনির তত্ত্বাবধানে রিসার্চ অফিসার ডাক্তার পবন শর্মা, জুনিয়র রিসার্চ অফিসার ডাক্তার শুভময় সরকার টিম হিসাবে কাজ করছেন। আজ ওই কেন্দ্রে ডাক্তার পবন শর্মা জানান, যে সব রোগী সর্দি জ্বর, কাশি ফ্লুর মতো সাধারণ রোগ নিয়ে আসছেন তাদের লক্ষণ দেখে আর্সেনিক এলবাম 30 ঔষধটি দেওয়া হচ্ছে, প্রতিদিন একমাত্রা করে পর পর তিন দিন খেতে হবে। এই ঔষধ ইমিইনো মডিউলেটরি হিসাবে কাজ করে, ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, সর্দি কাশি প্রভৃতি রোগ প্রতিরোধে সমর্থ হয়। এই ঔষধটি নেবার জন্যে যারা আগ্রহ প্রকাশ করছে তাদের দেওয়া হচ্ছে বলে ডাক্তার শর্মা জানান। গুয়াহাটির রিজিওনাল রিসার্চ ইন্সটিটিউট হোমিও কেন্দ্র থেকে এই ঔষধটি যে কেও সংগ্রহ করতে পারবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.