সমাবর্তনে ডাক না পেয়ে অগ্নিশর্মা রাজ্যপালের শোকজ উপাচার্যকে !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়
পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাজ্যপালকে না ডাকা ও জানানো হয়নি বলে উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায়কে শোকজ নোটিশ পাঠিয়েছেন রাজ্যপাল। ১৪দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। পাশাপাশি সমাবর্তনের সব কিছু রেকর্ডিং পাঠাতে বলা হয়েছে রাজভবনের তরফ থেকে।
সিইউ, জেইউ এর ঘটনা লজ্জা। কনভোকেশন হেড হিসাবে আমাকে ব্ল্যাক আউট। সিএম এই ঘটনার পর কোনো কথা বলেননি। আমি টুইট করার পরে বলেছেন। কোথাও কোনো ভয় কাজ করছে। আমি কাউকে ব্যক্তিগত ভাবে ছোটো করতে চাইনা। আমি ভিসি কে বলার সমস্ত সুযোগ দিয়েছি। সমস্ত রেকর্ডিং পাঠাতে বলেছি। এই ঘটনা আমরা চলতে দিতে পারি না। সংবিধান মেনে চলা দেশে এসব হতে পারে না। কোথাও না কোথাও বন্ধ হওয়া দরকার।









কোন মন্তব্য নেই