Header Ads

সুপ্রিমকোর্টের কা নিয়ে রায় কে আসু স্বাগত জানিয়েছে, আসুর গণ সত্যাগ্রহ আন্দোলনে ডিব্রুগরে শয়ে শয়ে বাঙলি হিন্দু সামিল হয়েছে।



অমল গুপ্ত  গুয়াহাটিঃ নাগরিকত্ব সংশধোনি আইনের প্রতিবাদে সারা   দেশ জ্বলছে,  আইনের  বিরোধিতা করে, তা ভারতের ধর্মনিরপেক্ষ  নীতি লঙ্ঘন করেছে দাবি করে  দেশের 59 টি দল ,সংগ ঠন  সুপ্রিমকোর্টের  দ্বারস্থ হয়েছিল, আজ সুপ্রিমকোর্ট  সেইসব আবেদন গ্রহণ করে  কেন্দ্রীয় সরকারকে   আইন টি বলবৎ করার  কারণ জানিয়ে নোটিশ দিয়েছেন, স্থগিতাদেশ দেননি , আগামী 22  জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধ্যায্য  করেছেন সুপ্রিমকোর্ট। অন্যতম রিট আবেদনকারী সারা অসম ছাত্র  সন্থা বা আসু আজ গুয়াহাটিতে প্রতিক্রিয়া ব্যক্ত  করে  বলেছে, তাদের নৈতিক জয় হয়েছে। 22 জানুয়ারি পযন্ত  আইন টি  বলবৎ করা যাবে  না। আসুর নেতৃত্বে তিন দিন ব্যাপী  গণ  সত্য গ্রহ আন্দোলন আজ শেষ হলো। আসুর উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য  এর নেতৃত্বে  আজ গুয়াহাটি লতাশীল ময়দান  থেকে কয়েক হাজার  প্রতিবাদ কারী   কামরূপ মেট্রো জেলার  ডেপুটি কমি শোনার এর কায্যালয়ে যাবার পথে  144 ধারা ভঙ্গ করে     গ্রেফতার বরণ করেন।  আজকের  এই আন্দোলনে হিন্দি ভাষী, মারওয়ারী সম্প্রদায়, গোর্খা সম্প্রদায় এর মানুষ দলে দলে যোগ দেন। জনতা ভবন প্রায় খালি করে বাসব কলিতার নেতৃত্বে কয়েকশ সরকারি কর্মচারী, অসম বিধানসভা র  কর্মচারী , শিক্ষক  যোগদান করে।  ডিব্রুগর জেলার চৌকিডিঙি তে আসুর ডাকা গণ সত্যাগ্রহ আন্দোলনে  কয়েকশ  বাঙলি হিন্দু সম্প্রদায়ের মানুষ যোগ  দেন । নিজেদের কে  বাংলাভাষী অসমীয়া বলে পরিচয় দিয়ে প্রথম থেকে  কা   বিরোধী  আন্দোলনে  যোগ  দিয়ে আসছেন।  আজও তার ব্যতিক্রম হয়নি।    আসু আজ কেন্দ্রীয় ভাবে   পরবতী আন্দোলনের দিন ঘোষণা করেছে আগামীকাল 19 ডিসেম্বর স্থানীয়  লতাশীল  ময়দানে শিল্পী সমাজের  অবস্থান ধর্মঘট,21  ডিসেম্বর  মহিলারদের প্রতিবাদী সভা, 23   ডিসেম্বর  আসুর  সহযোগিতা নিয়ে নাগরিক সভা,24 থেকে 28  ডিসেম্বর  পযন্ত  গ্রামে গ্রামে প্রতিবাদী সভা। সমুজ্জ্বল ভট্টাচার্য জানান, কা বাতিল না হওয়া পযন্ত নিরবচ্ছিন্ন ভাবে আন্দোলন চলবে, সেই সঙ্গে লেখাপড়া ও চলবে, বাধা দেওয়া হবে না। সরকারি সূত্রে জানা গেছে আগামী 27 ডিসেম্বর     থেকে সব স্তরে    বিদ্যালয় , কলেজের পরীক্ষা   শুরু হবে।  এই আন্দোলনের  সময় সরকার  2 হাজার শিল্পীকে 50 হাজার টাকা করে অনুদান দেওয়ার , এবং 55 হাজার পদে   নিয়োগের  কথা জানিয়েছে, আসু  সহ  অন্যান্য  বিরোধী দল সংগঠন  সমালোচনা  করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.