Header Ads

কাগজকল নিলাম ঘোষণায় বরাকজুড়ে দুশ্চিন্তার ঝড় দল-সংগঠনের

সানি রায়, পাঁচগ্রাম : মোদী সরকার হায়-হায়,সনোয়াল হায়-হায়, প্রয়োজনে রক্ত দেব,কাগজকল দুটি দেব না, অসমের দুটি কাগজকলের নিলাম আমরা মানছি না মানব না,ইত্যাদি স্লোগানে সরগরম করে তুলে ছাত্র সংগঠনের কর্মকর্তারা।গোটা রাজ্যে যখন  কাছাড় ও নগাঁও কাগজকলের নিলাম করার ঘোষণায় উত্তপ্ত বিভিন্ন রাজনৈতিক-অরাজনৈতিক দল সংগঠন। ঠিক সেভাবে আজ বিকেলে কাছাড় কাগজকলের মেইন গেইটে ও হাইলাকান্দি জিলা অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ (এ.জে.ওয়াই.সি.পি) এর উদ্দোগে এক প্রতিবাদী সভার মাধ্যমে অসম রাজ্যের দুটি কাগজকলের পুনরুজ্জীবনকে অধরা রেখে ন্যাশনেল কোম্পানি আইন ট্রাইবুনেলের ঘোষিত রায়ে প্রায় দু-লক্ষাধিক জনতার জীবনে মরণাশক্তের মতো বজ্রাঘাতের সৃষ্টি করেছে বর্তমান এন.ডি.এ নেতৃত্বাধীন বিজেপি সরকার বলে মন্তব্য করার পাশাপাশি তীব্র নিন্দা ও ধীক্কার জানায় ছাত্র পরিষদের কর্মকর্তারা। ছাত্র পরিষদের সঙ্গে  সামিল ছিলেন কাগজকলের কর্মচারীরাও। তাদের দাবী বরাকের জনপ্রিয় নেতা প্রয়াত মইনূল হক চৌধূরীর স্মৃতি বরাকের গৌরবের সম্পদ কাছাড় কাগজকলের নিলামের ঘোষণা বা রায়কে প্রত্যাখান করে অসমের দুটি কাগজকলকে পুনরুজ্জীবিত করতে বরাকের বিধায়ক ও সাংসদদের এগিয়ে আসার আহ্বান রাখার পাশাপাশি শীতকালিন চলতি অধিবেশনে বিধানসভায় ও লোকসভায় অসমের দুটি শিল্পকে রক্ষা করার স্বার্থে সরব হওয়ার জন্য ছাত্র পরিষদের কর্মকর্তারা জোড়ালো আর্জি জানান। 
এদিকে, কাগজকলের কর্মচারীদের পক্ষ থেকে বাবলু বর্মন সাংবাদিকদের সামনে অশ্রুসিক্ত নয়নে বর্তমান সরকারের গদিতে থাকা অবিবাহিত জননেতাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ৩৫ মাস ধরে বিনা বেতনে পরিবার চালিয়ে দেখানোর জন্য কটাক্ষ করেন। ক্ষুধার্ত সুরে রাগের মাথায় আরো বলেন দেশের অবিবাহিত জননেতারা পরিবার-পরিজন পরিপালন সম্মন্ধে কি জানবেন? তাই আজ ছেলে খেলায় পরিণত করে জবরজুলুম আত্মহত্যার পথ বেঁচে দিতে চাইছে না-কি রাজ্য ও কেন্দ্র সরকার এমনই মন্তব্য করে বেদনা ঝারলেন অনেক কর্মচারী। ছাত্র পরিষদের কর্মকর্তারা তাদের দাবী  সরকার না মানলে তারা গণআন্দোলন সহ আইনি পদক্ষেপ নিবে ছাত্র পরিষদ। যুব ছাত্র পরিষদের পক্ষ থেকে ছিলেন জিলা কমিটির সাধারণ সম্পাদক কবীর উদ্দিন লস্কর,সহ-সভাপতি দিলোয়ার হুসেইন লস্কর,প্রচার সম্পাদক আইনূল হক লস্কর সহ অনেক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.