Header Ads

আজ গুয়াহাটীতে রাহুল গান্ধী, অসমে বাম-কংগ্রেস দল আন্দোলনের নামে রাজ্যের ক্ষতি করছেঃ সর্বানন্দ


নয়া ঠাহর প্রতিবেদনঃ

কংগ্রেস দলের সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী অসমে ‘কা’ বিরোধী আন্দোলনে আগুন জ্বালাতে আসছে, এখন রাজ্যের পরিস্থিতি শান্ত। আজ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোয়াল, অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপি সভাপতি রঞ্জিত দাস প্রমুখ এই সময় কংগ্রেস দলের  প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর অসম সফরের উদ্দেশ্য কি বুলে প্রশ্ন তোলেন। মুখ্যমন্ত্রী আজ জাগিরোড এক বিশাল শান্তি মিছিল, বলেন, অসমে ‘কা’ বিরোধিতার নামে কংগ্রেস ও বাম দল ব্যাপক গন্ডগোল করেছে, সরকার অপরাধীদের ছেড়ে দেবে না। বিজেপি সভাপতি রঞ্জিত দাস চাবুয়াতে বিজেপি বিধায়ক বিনোদ হাজরিকার বাড়ি দেখতে যান। বাড়িটি  আন্দোলনকারীরা ধ্বংস করে দিয়ে দিয়েছে, আসবাবপত্র, মূল্যবান সামগ্রী সব মদ ঢেলে জ্বালিয়ে দিয়েছে বলে রঞ্জিত দাস আজ টি ভি চ্যানেল কে জানান। বলেন, কংগ্রেস এবং মাওবাদীরা এই ধ্বংস কার্য্য চালায়, অখিল গগই এর দিকে আঙ্গুল তুলে বলেন, এক ট্রাকে করে পেটি পেটি মদের বোতল এনে, তা আসবাবপত্রের মাঝে ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগামী কাল রাহুল গান্ধী গুয়াহাটি  খানাপাড়ার ময়দানে এক বিশাল সভায় ভাষণ দেবেন, বিজেপির অভিযোগ এর জবাব দেবেন বলে প্রদেশ কংগ্রেস নেতারা জানান। সভাতে প্রধানমন্ত্রীর অসমের ডিটেনশন ক্যাম্প এর প্রসঙ্গ রাহুল তুলবেন, তিনি হয়তো জানেন না, কেন্দ্রে কংগ্রেস সরকার থাকার সময়ই তরুণ গগই সরকার অসমে প্রথম ডিটেনশন ক্যাম্পর জন্ম দেন

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.