Header Ads

বিশ্বের সবচেয়ে প্রদীপ বানিয়ে প্রদূষণ রোধ করার বার্তা দিল ম্যাক্স সিমেন্ট



নয়া ঠাহর প্রতিবেদন ।প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে ও প্লাস্টিক দ্বারা উৎপন্ন প্রদূষণ মানব জীবনে  প্রভাব ,ও  এর থেকে উৎপন্ন ক্ষতি থেকে  লোকদের সচেতন করার উদ্দেশ্যে মেক্স সিমেন্ট আর আসাম পর্যটন বিভাগ ও টাইমস 8 এর যৌথ সহযোগিতায় বিশ্বের সবচেয়ে বড় প্রদীপ তৈরী করা হয় ।এই প্রদীপ প্রজ্জ্বলন করে রাজ্যপাল জগদীশ মুখী ।দিঘলী পুকুরপাড়ে দীপাবলি উৎসবের দিন থেকে এই প্রদীপটিকে রাখা হয়েছিল, এবং বিগত ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন রাত দিন প্রদীপ টি জ্বলানো রাখা হয় । সমস্ত বিষয়টি দেখাশোনা করেন ম্যাক সিমেন্টের কর্মচারী কর্মীরা। এই প্র ৮.৭ ফিটের এই প্রদীপের উচ্চতা ২ ফিট এবং গভীরতা ছিল ২ ফিট। প্রদীপের শালিতা দেওয়া হয়েছিল ৯ফুট। প্রদীপটি মাটি, খর প্লাস্টার অফ প্যারিস দিয়ে বানানো হয়েছে। এর সাথে প্লাস্টিকের একটি মাছ তৈরি করা হয়েছে প্রতীকী হিসেবে। এ প্রসঙ্গে কৌশিক রায় বলেন যে এই পরিকল্পনা ছিল ম্যাক্স সিমেন্টের  এক্সিকিউটিভ ডাইরেক্টর প্রকাশ আগারবালের। বিশ্বের সবচেয়ে বড় প্রদীপ দেখতে প্রতিদিনই  অসংখ্য লোক ভিড় জমিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.