Header Ads

'আশার প্রদীপ' ক্যানভাস্ অফ মোমেণ্টাস গ্রুপ ভুলতে দিতে চাইছে না প্রাচীন সংস্কৃতিকে

পাপড়ী নাগ, শিলচর : এবারের শিলচর শহরকে  প্রাচীনকালের প্রথাকে নিয়ে 'আশার প্রদীপ' ভারতীয় সংস্কৃতিকে ধরে রাখার প্রচেষ্টায় শহরের কিছু ছোট ছোট ছেলেমেয়েদের অভিনয়ের ভিডিও ক্যানভাস অফ মোনেন্টস গ্রোপের ব্যেবস্থাপনায় প্রীতিম পাল, অশিত সূত্রধর, নয়না চৌধুরী, কোয়েল নাগ, রিচা ধর, রিয়া নাথ প্রমুখরা অভিনয়ে অংশ নিয়ে ছিল।এধরনের  ভিডিও তৈরি শিলচর শহরতলীতে জনগণে নজরে আগে আসেনি বলে অনেকে মনে করছেন। এবারের নজরে পাওয়া গেল দীপাবলী আলোর উৎসবের আগেই 'আশারপ্রদীপ '- গ্রুপের প্রচেষ্টা। কিন্তুু ক্যানভাস্ অব মোনেন্টসের পরিচালিত আকরে সুচেতনা মূলক প্রাচীনকালের ঐতিহ্যবাহী গুরত্ব দেওয়া ভিডিওটি সকলের নজরে আনতে সক্ষম হয়েছে। 
প্রাচীন সচেতনতামূলক ধারার নূতন  চিন্তাভাবনার  ধারাবাহিকতা রক্ষার প্রচেষ্টার গুরুত্ব  পেতে সক্ষম হয়েছে বলে ঐ গ্রুপ মনে করেন। সাথে কুমার সম্প্রদায়ের  হস্তশিল্পায়নের প্রেরণা মাত্রা উজ্জীপিত হল। ক্রেতাগণকে মাটির প্রদীপের প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখারও প্রচেষ্টা যেন এবার নূতন উদ্দিপনা জগিয়ে দিল শিলচরবাসীকেও। দেশের নাগরিকদের  প্রাচীনকালের মাটির  প্রদীপের ভূমিকার প্রেরণা ও গুরুত্ব  দিয়ে আকৃষ্ট করতেই এই ভিডিও -র ক্যানভাস অব মোমেন্টস গ্রুপের আকাশ দে, এডিটিং দপ্তরে হারং কামেই, প্রযোজক দেবাঙ্কুর ঘোষেদের প্রাচীন সংস্কৃতির প্রতি আধুনিক যুগে এই ধরণে প্রচেষ্টার দিকটি ছিল।

1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.