Header Ads

গুয়াহাটিতে প্রথমবার অনুষ্টিত হতে চলেছে দক্ষতা মহোৎসব





 নয়া ঠাহর প্রতিবেদন । গুয়াহাটিতে প্রথম বারের মতো আয়োজন করা হয়েছে দক্ষতা মহোৎসবের । যুব প্রজন্মের মধ্যে দক্ষতা বিকাশের সাজগতা আনার জন্য মঙ্গলবার সকালে গুয়াহাটির প্রেস ক্লাবে  অনুষ্ঠিত এক সংবাদ  মেল যোগে এই বিষয়ে জানান আজিতাস্ক ভেংচারাস প্রাইভেটের অন্যতম সঞ্চালক সমীর দাস ।উল্লেখ্য যে যোগ্যতা ও দক্ষতা বিকাশের জন্য  আগামী ২৮ সেপ্টেম্বর সেপ্টেম্বর পাঞ্জাবাড়ীর।শ্রীশ্রী মাধবদেব আন্ত:রাষ্ট্রীয় প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে এই উৎসব।এতে অংশগ্রহণ করবে বিভিন্ন জেলার ৬০এর  অধিক ছাত্রছাত্রীরা। আন্ত :মহাবিদ্যালয় প্রতিযোগিতাযে বিজয়ী ছাত্র ও ছাত্রীদের নগদ টাকা,ট্রাফি,ও প্রমাণ পত্র প্রদান করা হবে ।উল্লেখ্য যে এই মহোৎসবে দক্ষতা সম্বন্ধীয় লেখা, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.