Header Ads

শোভনের দল ছাড়ার গুঞ্জনের রাতে মমতার কবিতা 'দমকা হাওয়া'! 'দিদি' ক্ষোভ ওগড়ালেন কাদের ওপর !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়

যে রাত থেকে শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়া ঘিরে গুঞ্জন শুরু হয়েছে , ঠিক সেই রাতেই উঠে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিকতম কবিতা ' দমকা হাওয়া'। এবারেও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কবিতার নিশানায় উঠে এসেছে আগ্রাসনের বিরুদ্ধে ক্ষোভ। এক সময়ের কাছের সঙ্গীরা একের পর এক দলত্যাগের সিদ্ধান্ত নিতে 'দিদি' যে কতটা আহত, তাও এই কবিতার পরতে পরতে উঠে এসেছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল , তখনই শোনা যেতে শুরু করেছিল শোভন চট্টোপাধ্যায় তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্কে ত্যাগ করে এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল , তখনই শোনা যেতে শুরু করেছিল শোভন চট্টোপাধ্যায় তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্কে ত্যাগ করে এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন। গতকালই অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে উড়ে গিয়েছেন দিল্লিতে। আর সেখানেই তিনি যোগ দিলেন বিজেপিতে।
বেশ কয়েকদিন যাবৎ তৃণমূলের তরফে শোভন চট্টোপাধ্যায়কে দলে ফিরিয়ে আনবার প্রচুর উদ্যোগ নেওয়া হয়েছিল। এমনকি পার্থ চট্টোপাধ্যায় নিজেও রাতে গিয়ে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। আর্জি জানান, মমতা শিবিরেই ফের ফিরে আসার। তবে তাতে সায় দেননি শোভনরা। এরপরই শোনা যেতে শুরু করে শোভনের দলবদলের গুঞ্জন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.