দুৰ্ঘটনাগ্ৰস্থ এএন৩২ বিমানের ১৩ জন যাত্ৰীরই মৃতদেহ উদ্ধার হল
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ বায়ুসেনার দুৰ্ঘটনাগ্ৰস্থ এএন৩২ বিমানের ১৩ জন যাত্ৰীরই মৃতদেহ উদ্ধার হল।
গত ৩ জুন অসমের যোরহাটের বায়ুসেনার রানওয়ে থেকে অরুণাচলপ্ৰদেশের সিয়ামি জেলার মেচুকার অ্যাডভান্স ল্যান্ডিং গ্ৰাউন্ডের উদ্দেশ্যে টেক অফ করেছিল বিমানটি। এরপর ৩৫ মিনিটের মধ্যে বিমানটির সঙ্গে এটিসির যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। বিমানটিতে ৮ জন ক্ৰু মেম্বার সমেত মোট ১৩ জন যাত্ৰী ছিলেন। বৃহস্পতিবার সব কজনেরই মৃতদেহের হদিশ পাওয়া গেল। ১৩ জনের মধ্যে ৭ জনের মৃতদেহ ক্ষত-বিক্ষত অবস্থায় মিলেছে। মৃতদেহগুলি তাঁদের পরিবারের কাছে পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই