Header Ads

গুয়াহাটি আইআইটিতে আবার আত্মহত্যা করলেন কৰ্ণাটকের নাগাশ্ৰী


গুয়াহাটিঃ অসমের অন্যতম জাতীয় শিক্ষা প্ৰতিষ্ঠান আইআইটি–গুয়াহাটির শৈক্ষিক পরিবেশ বার বার প্ৰশ্নচিহের মুখে পড়ছে। এই বিখ্যাত আইআইটি গুয়াহাটি-তে বার বার বাইরের থেকে পড়তে আসা ছাত্ৰ-ছাত্ৰীরা আত্মহত্যার পথ বেছে নিেচ্ছন। এর পিছনে প্ৰকৃত কারণ কি? কোন পরিস্থিতিতে ছাত্ৰ-ছাত্ৰী আত্মঘাতী হেচ্ছন তার সদুত্তর খোঁজার মধ্যেই পুনরায় কৰ্ণাটক-এর বি টেক মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ের প্ৰথম বৰ্ষের ছাত্ৰী নাগাশ্ৰী আইথাল আত্মহত্যার পথ বেছে নিলেন। আইআইটি গুয়াহাটির হোষ্টেল রnমে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত শুরn করেছে। গুয়াহাটি মেডিকেল কলেজে মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে, পরিবারের সদস্যরা গুয়াহাটি আসার পর পোষ্টমৰ্টেম করা হবে।

No comments

Powered by Blogger.