Header Ads

ব্ৰহ্মপুত্ৰের বুকে যাত্ৰীবোঝাই নৌকাডুবি, মৃত ৩ , নিখোঁজ ২৮ জন যাত্ৰী




এভাবেই ব্ৰহ্মপুত্ৰের বুকে বিপজ্জনকভাবে নিত্য যাতায়াত হয়। হেলদোল নেই প্ৰশাসনের।
গুয়াহাটিঃ  অভিশপ্ত কালো বুধবার। দিখৌ নদীতে গাড়ি ডুবে যাওয়ার দুৰ্ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার উত্তর গুয়াহাটিতে ব্ৰহ্মপুত্ৰের বুকে যাত্ৰীবোঝাই নৌকাডুবি ঘটল।  ঘটনায় মৃত্যু হয়েছে ৩ যাত্ৰীর। মৃতদের নাম ক্ৰমে অংকিতা বরুয়া, ডিম্পি দাস, এবং কমল দাস। অংকিতা ও ডিম্পি কটন কলেজের ছাত্ৰী। ১২ জনকে জীবন্ত উদ্ধার করা হয়। এখনও সন্ধানহীন ২৮ জন যাত্ৰী। ইঞ্জিন চালিত নৌকাটিতে প্ৰায় ৪০ জনেরও বেশি যাত্ৰী ছিলেন বলে জানা গেছে। বাইক ছিল ১০টিরও বেশি । অতিরিক্ত যাত্ৰী বোঝাইয়ের ফলে নদের বুকে ইঞ্জিন বিকল হয়ে অশ্বক্লান্ত মন্দিরের কাছে জাইকার প্ৰকল্পে ধাক্কা খেয়ে দুৰ্ঘটনাটি ঘটে।  খবর পেয়েই কামরূপ মেট্ৰো ডিসি বীরেন্দ্ৰ মিত্তল ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থলে গিয়ে হাজির হন মন্ত্ৰী পীযূষ হাজরিকা। এসডিআরএফ,  এনডিআরএফ উদ্ধার অভিযান অব্যাহত  রেখেছে। স্থানীয় বিভিন্ন সংগঠন এবং ক্লাবের পক্ষ থেকেও উদ্ধার অভিযান চালানো হয়। ঘটনার তদন্তের নিৰ্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্ৰী। অতিরিক্ত মুখ্য সচিব জিষ্ণু বরুয়াকে এই ঘটনার তদন্তের দায়িত্ব ভার দেওয়া হয়েছে। ঘটনায় অভ্যন্তরীণ জল পরিবহণ বিভাগের কৰ্মীকে ঘেরাও করে ক্ষুব্ধ জনগণ। ভটভটির চালক নুরুদ্দিন আলি এবং হালিম আলিকে গ্ৰেফতার করেছে পুলিশ। সন্ধ্যে পৰ্যন্ত উদ্ধার হওয়া যাত্ৰীদের নাম ক্ৰমে রাজেশ সাহা, পীয়ূষী সাহা, রিংকী সাহা, নুরউদ্দিন, জিতুমণি দাস, ডিম্পি দাস, মিনাক্ষী দাস, লোকনাথ বৰ্মন, উৎপল চমুয়া, মৃদুল গোস্বামী, সন্তোষ তিওয়ারি, জয়নাল আলি এবং মৃণাল আলি।  ঘটনায় প্ৰশাসনের পক্ষ থেকে দুটি হেল্প লাইন নম্বর খুলে দিয়েছে- কামরূপ মেট্ৰো ০৩৬১-২৭৩৩০৫২ এবং কামরুপ হেল্প লাইন নম্বর ০৩৬১- ২৬৮৪৪০৭। টাকা নিয়ে সরকারি জাহাজগুলোকে চালাতে দেওয়া হয় না। রাজ্যের এই জলপরিবহণ বিভাগে দুৰ্নীতির অভিযোগ তুলেছেন  মৃত অংকিতার বাবা।এদিন পঞ্জিকা মতে আড়াইটে থেকে ৩টে ৫৬ পৰ্যন্ত যাত্ৰা নাস্তি ছিল  তাই এই ভয়াবহ দুৰ্ঘটনা বলে অনেকে মনে করছেন। কেউ কেউ এই দিনটিকে কালো বুধবার বলেও আখ্যা দিয়েছেন। তার কারণ এইদিনই গোয়ালপাড়ার ভালুকডুবিতে পথ দুৰ্ঘটনায় ২ জনের মৃত্যু হয়। দ্ৰুতবেগী যাত্ৰীবোঝাই বাস এবং টেম্পোর মুখোমুখি সংঘৰ্ষে  ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতরভাবে জখম হন আরও ৬ জন। সঙ্গে সঙ্গে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.