Header Ads

আকস্মিক বন্যায় জলের তলায় লামডিঙের শতাধিক পরিবার



স্বপন দাসঃ লামডিং- আকস্মিক বন্যায় জলের তলায় লামডিঙের শতাধিকপরিবার। বুধবার ভোরে প্ৰবল বৃষ্টিতে উত্তর লামডিংএর ঝুলনপুল এলাকা, পূৰ্ব লামডিংএর চান্দমারি, হরুলংফারের কিছু এলাকা , এক নং হাতিখালি ইত্যাদি এলাকা জলমগ্ন হয়ে পড়ে। জানা গিয়েছে, লামডিংএর দু পাশে বড়াইল পাহাড় এবং কাৰ্বি পাহাড় এলাকায় প্ৰচণ্ড বৃষ্টির ফলে পাগলা নদীর জল বেড়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে। বন্যায় এনআরসি সংক্তান্ত কাগজপত্ৰ নষ্ট হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন এলাকার বন্যাদুৰ্গত মানুষগুলো।এদিকে বন্যদুৰ্গত এলাকা ঘুরে দেখেছেন লামডিঙের বিধায়ক শিবু মিশ্ৰ। বন্যাদুৰ্গত পরিবারের পাশে থেকে তাঁদের ত্ৰান সামগ্ৰী দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
প্ৰসঙ্গত, গত একশ বছরে এই প্ৰথম বন্যার এতো ভয়ঙ্কর রূপ দেখল লামডিংবাসী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.