Header Ads

গুয়াহাটিতে তৃণমূল কংগ্ৰেস কাৰ্যালয় উদ্বোধন করতে আসছেন ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী, শতাব্দী রায়



গুয়াহাটিঃ আগামী কাল গুয়াহাটি লালগণেশ এলাকায় তৃণমূল কংগ্ৰেসের দুই মন্ত্ৰী শুভেন্দু অধিকারী ও ফিরহাদ হাকিম এবং সাংসদ শতাব্দী রায় আসছেন নতুন কাৰ্যালয় উদ্বোধন করতে। প্ৰাক্তন মন্ত্ৰী গোপীনাথ দাসকে সভাপতি, সোনারnল মোস্তাফাকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১১ জনের এ্যডহক কমিটি গঠন করা হয়েছে। তৃণমূল কংগ্ৰেসের আগামী পঞ্চায়েত নিৰ্বাচনে প্ৰতিদ্বন্দ্বিতা করবে বলে জানান মোস্তাফা। জাতীয় নাগরিকপঞ্জী তালিকা থেকে বাদ পরা ৪০ লক্ষ ৭ হাজার ৭০৭ জন মানুষই ভারতীয় নাগরিক। তাদের একজনও বিদেশী নয়, বংশ তালিকার নথিপত্ৰ দাখিল করে সবাই এন আর সিতে নাম নথিভুক্ত করেছে। তাই একই পরিবারের মানুষ অবৈধ নাগরিক হতে পারেনা। তৃণমূল কংগ্ৰেসের রাজ্য সাধারণ সম্পাদক সোনারnল শাহ মোস্তাফা আজ এই অভিমত পোষণ করে বলেছেন, ‘ডি' ভোটার নিয়ে তৃণমূল কংগ্ৰেস আদালতের দ্বারস্থ হবে। সন্দেহজনক নাগরিক হতেই পারে না। হতে হবে ভোটার অথবা ভোটার নয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.