Header Ads

নিরাপত্তার জন্য বাংলাদেশের হিন্দুদের শিক্ষিত হওয়ার আহ্বান বিজয়কৃষ্ণ নাথের




নয়া ঠাহর প্ৰতিবেদন, ঢাকাঃ নিৰ্বাচনকালীন হিংসা ঠেকাতে ও সংখ্যালঘু হিন্দু সম্প্ৰদায়ের নিরাপত্তার স্বাৰ্থে আগামী নিৰ্বাচনের আগে ও পরে একমাস সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। শুক্ৰবার ঢাকার ইঞ্জিনিয়াৰ্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের জাতীয় প্ৰতিনিধি সম্মেলনের নেতৃবৃন্দ এ আহ্বান জানিয়েছেন। ওপার বাংলার বিভিন্ন জেলা থেকে হিন্দু নেতৃবৃন্দ ও বিভিন্ন মঠমন্দিরের সাধু সন্ন্যাসীসহ প্ৰায় ৩ হাজার প্ৰতিনিধি এই সম্মেলনে এসেছিলেন। সম্মেলনের প্ৰধান অতিথি ছিলেন দৈনিক যুগশঙ্খের প্ৰধান সম্পাদক বিজয়কৃষ্ণ নাথ। তিনি বাঙালিদের নিরাপত্তার স্বাৰ্থে বাংলাদেশের হিন্দুদের সু-শিক্ষিত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর নিৰ্যাতনের কথা শোনা যায়। এর প্ৰতিবাদ করতে হিন্দুদেরই এগিয়ে আসতে হবে। ধনী হিন্দুরা আধুনিক শিক্ষা প্ৰতিষ্ঠান গড়ে তুলে হিন্দুদের  সুশিক্ষিত করতে হবে। তবেই হিন্দুদের ওপর নিৰ্যাতন বন্ধ হবে। কথা প্ৰসঙ্গে তিনি আরও বলেন, আমরা ভারতবাসীরা চাই বাংলাদেশের হিন্দুরা ভালো থাকুক। এর জন্য বৰ্তমান মোদী সরকার অনেক কাজ করছে। বাংলাদেশের হিন্দুদের পাশে সুখে, দুঃখে আমরা ভারতবাসী পাশে আছি, থাকবো। এদিনের সম্মেলনে অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নিৰ্বাচনে হিন্দু সম্প্ৰদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে, নিৰ্যাতন ঠেকাতে এবং হিন্দু সম্প্ৰদায়ের প্ৰতিনিধিত্ব নিশ্চিত করতে তাঁদের মূল্যবান বক্তব্য পেশ করেন।    

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.