Header Ads

ডিমা হাসাও জেলার দিয়ুংব্রাতে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে শতাধিক নেতা কর্মীর বিজেপিতে যোগদান


বিপ্লব দেবঃ হাফলং
ডিমা হাসাও জেলায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দলে যোগ দেওয়া অব্যাহত রয়েছে। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে পাহাড়ে বিজেপি দলে যোগ দেওয়ার হিড়িক পড়েছে। রবিবার ডিমা হাসাও জেলার দিয়ুংব্রাতে বিধায়ক বীরভদ্র হাগজার জেলা বিজেপির সভাপতি নিপোলাল হোজাই উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের চেয়ারপার্সন রানু লাংথাসা ও ইএম মহেন্দ্র কেম্প্রাইর উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে প্রায় শতাধিক সদস্য  বিজেপি দলে যোগ দিয়েছেন। বিজেপি দিয়ুংব্রা মন্ডল কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে বিধায়ক বীরভদ্র হাগজার ও বিজেপি জেলা সভাপতি নিপোলাল হোজাই বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে আসা শতাধিক সদস্যদের দলে স্বাগত জানিয়ে আগামী পার্বত্য পরিষদ নির্বাচনে একজোট হয়ে দলীয় স্বার্থে কাজ করে যাওয়ার আহ্বান জানানোর পাশাপাশি সবাইকে দলীয় অনুশাসন মেনে দলের স্বার্থে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য ইতিমধ্যে গৌহাটি উচ্চ আদালত আগামী ৩ ডিসেম্বরের মধ্যে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে রাজ্যসরকারকে এবং আগামী ৪ অক্টোবর নির্বাচনের দিন তারিখ ঠিক করে গৌহাটি উচ্চ আদালতকে জানানোর নির্দেশ দিয়েছে। এই নভেম্বরের শেষে পার্বত্য পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারন আগামী ৩ ডিসেম্বর বিজেপি শাসিত উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের বর্ধিত কার্যকাল শেষ হচ্ছে। তাই ৩ ডিসেম্বরের মধ্যে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেয় গৌহাটি উচ্চ আদালত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.