Header Ads

যাত্ৰী সাধারণের নিরাপত্তাকে অগ্ৰাধিকার দেওয়ার অঙ্গীকার চন্দ্ৰমোহন পাটোয়ারীর

বিকল্প ব্যবস্থা না করেই রাজ্যে ভুটভুটি বনধে নিষেধাজ্ঞা আরোপ করায় রাজ্য জুড়ে হাহাকার

গুয়াহাটিঃ অসমে ব্ৰহ্মপুত্ৰ নদের দৈৰ্ঘ্য ৮৯১ কিঃমিঃ এবং বরাক নদী ৯৪ কিঃমিঃ। জলপরিবহনের সুষ্ঠ কোনও ব্যবস্থা নেই। যাত্ৰী সাধারণ নিরাপত্তাহীনতায় ভোগে দূৰ্ঘটনা ঘটেই চলেছে। ব্যক্তিগত মালিকাধীন হাজার হাজার যন্ত্ৰচালিত নৌকা বা ভুটভুটি অধিকাংশের লাইসেন্স নেই, রাজনৈতিক দলের নেতারা ঘাটগুলি ইজারা নিয়ে বেআইনীভাবে ভুটভুটিগুলি চালায় বলে বিভিন্ন মহলের অভিযোগ। ধুবড়ি মেদেরটারির ভয়াবহ নৌ দূৰ্ঘটনার তদন্ত প্ৰতিবেদন আজও প্ৰকাশিত হয় নি। গুয়াহাটি ব্ৰহ্মপুত্ৰে নৌ দূৰ্ঘটনায় পুনরায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারী বিকল্প কোন ব্যৱস্থা না করেই আজ থেকে সারা রাজ্যে ভুটভুটি চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। ধুবড়ি মেদেরটারি, তিনসুকিয়া-লাইকা, বৰপেটা, বরাক উপত্যকার বিভিন্ন ঘাটে ভুটভুটি বন্ধ করে দেওয়ার ফলে যাত্ৰী সাধারণের মধ্যে হাহাকারের সৃষ্টি হয়েছে। ডবল ইঞ্জিন, লাইফ জ্যাকেট এবং অন্যান্য নিরাপত্তার ব্যবস্থা ছাড়া ভুটভুটি চালাতে দেওয়া হবে না। চন্দ্ৰমোহন পাটোয়ারী গতকাল আভ্যন্তরীণ জলপরিবহনের কাৰ্যালয়ে এক বৈঠকে ভুটভুটিগুলি নিয়ন্ত্ৰণের জন্য জেলা ডেপুটি কমিশনারদের নিৰ্দেশ দিয়েছেন। জাৰ্মান কেন্দ্ৰীক এক কনসালটেন্ট কোম্পানি ব্ৰহ্মপুত্ৰে নদে চলাচল করা নৌকাগুলির ডিজাইন তৈরি করবে। বিশ্ব ব্যাঙ্কের আৰ্থিক সাহায্যে জলপরিহনকে অত্যাধুনিক ভাবে গড়ে তোলার এক প্ৰকল্প গ্ৰহণ করা হয়েছে। সে ব্যাপারে রাজ্য সরকার আগামী বিধানসভা অধিবেশনে ‘আসাম ইনল্যাণ্ড ওয়াটাৰ Cান্সপোৰ্ট রিককনাইজেশন' নামে এক আইন প্ৰণয়ন করার জন্য বিধানসভায় বিল পেশ করা হবে। মন্ত্ৰী জানিয়েছেন, যাত্ৰী সাধাৰণের নিরাপত্তাকে অগ্ৰাধিকার দেওয়া হবে। এই বৈঠকে উপস্থিত ছিলেন, কমিশনার সচিব আশুতোষ অগ্নিহোত্ৰী, ডাইরেক্টার আই ড¿ব্লউ টি ভারত ভূষণ দেব প্ৰমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.