Header Ads

১০ সেপ্তেম্বর কংগ্ৰেসের ভারত বনধ

বিদেশের ১৫ টি রাষ্ট্ৰে ২৯ টাকায় ডিজেল, ৩৪ টাকায় পেট্ৰোল বিক্ৰী করছে মোদি সরকারঃ অসম প্ৰদেশ কংগ্ৰেস

গুয়াহাটিঃ পেট্ৰোলজাত সামগ্ৰী এবং রন্ধন গ্যাসে অভাবনীয় মূল্য বৃদ্ধির প্ৰতিবাদে কংগ্ৰেস আগামী ১০ সেপ্তেম্বর ভারত বন্ধের ডাক দিয়েছে। ঐ দিন ভোর ৫ টা থেকে বিকেল ৫ টা পৰ্যন্ত এই বন্ধ কৰ্মসূচী সফল করার জন্য প্ৰদেশ কংগ্ৰেস কমিটি আহবান জানিয়েছে। কংগ্ৰেসের এক মুখপাত্ৰ জানিয়েছেন পরিবৰ্তন এবং ‘আচ্ছে দিন’এর প্ৰতিশ্ৰুতি দিয়ে বিজেপি সরকার সৰ্বসাধারণকে দূৰ্ভোগের মধ্যে ফেলেছেন। ২০১৪ সালে আন্তরাষ্ট্ৰীয় বাজারে প্ৰতি ব্যারেল তেলের মূল্য ছিল ১০৬.২৪ মাৰ্কিন ডলার তখন প্ৰধানমন্ত্ৰী মনমোহন সিং এক লিটার পেট্ৰোল ৭১.৪১ টাকা এবং ডিজেল ৫৫.৪৯ টাকায় বিক্ৰী করেছিল। কিন্তু মোদি সরকারের আমোলে আন্তরাষ্ট্ৰীয় বাজারে ব্যারেল প্ৰতি মূল্য দাঁড়িয়েছে ৭৩ থেকে ৭৭ ডলারের মধ্যে। কিন্তু পেট্ৰোল বিক্ৰী করা হচ্ছে ৮৫ টাকায় এবং ডিজেল বিক্ৰী করা হচ্ছে ৭৫ টাকায়। সৰ্বকালের রেকৰ্ড ভঙ্গ করে মোদি সরকার ১১ লক্ষ কোটি টাকা সৰ্বসাধারণের কাজ থেকে রাজস্ব সংগ্ৰহ করেছে। মোদি সরকার ১২ বার আবকারী শুল্ক বৃদ্ধি করেছে। অথচ বিদেশের ১৫ টি রাষ্ট্ৰে ২৯ টাকা দরে ডিজেল আর ৩৪ টাকা করে পেট্ৰোল সস্তায় বিক্ৰী করছে। পেট্ৰোল-ডিজেলে জিএসটি লাগু করে নি। তা করলে ১০ থেকে ১৫ শতাংশ তেলের দাম কমে যেত। প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ বৰ্তমানে বিদেশ সফরে ব্যস্ত। প্ৰদেশ কংগ্ৰেস সভাপতি রিপুন বরার পক্ষে প্ৰদেশ কংগ্ৰেস কমিটির মুখপাত্ৰ ঋতুপৰ্ণ কোঁয়র আজ এক বিবৃতিতে ১০ সেপ্তেম্বরে ভারত বন্ধের কথা জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.