Header Ads

রাজ্যসভায় বহুচৰ্চিত সংশোধনী বিল উত্থাপিত হবে না, প্ৰধানমন্ত্ৰী আসছেন

দিল্লীঃ বহু চৰ্চিত, নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৬ লোকসভাতে পাশ হলেও রাজ্যসভাতে বিলটি উত্থাপনই করা হবে না। অন্য কোনও কৌশলগতভাবে বিলটি উত্থাপন করা হতে পারে তবে আগামী ১৩ ফেব্ৰুয়ারি সংসদের মোদী সরকারের অন্তিম দিন। তাই বিলটি পাশ হওয়ার সম্ভাবনা কম। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী আগামী ৮-৯ ফেব্ৰুয়ারি মরিগাঁওয়ে ‘শঙ্কর দেব সংঘ'র অধিবেশনে যোগ দেওয়ার কথা আছে। প্ৰধানমন্ত্ৰী গুয়াহাটি কাছাড়ি থেকে আমিনগাঁও পৰ্যন্ত দেশের সব থেকে দীৰ্ঘ রোপওয়ে লাইন উদ্বোধন করার সম্ভাবনা। অগপর এক প্ৰতিনিধি দল আজ দিল্লীতে শিব সেনার সাংসদ সঞ্জয় রাউত-এর সঙ্গে সাক্ষাৎ করে বিলটি নিয়ে আলোচনা করেন। আজ জনতা ভবনের সামনে উলঙ্গ অবস্থায় বিলের বিরুদ্ধে প্ৰতিবাদ করেন তিন যুবক। ছাত্ৰ মুক্তি সংস্থার তিন যুবক হরকান্ত দাস, বাবুল ডেকা এবং সোনারাম দাসকে পুলিশ গ্ৰেফতার করেছে। রাজ্য জুড়ে বিল বিরোধী আন্দোলনের পিছনে নিষিদ্ধ সংগঠন আলফা (স্বাঃ)র উসকানি আছে বলে অৰ্থ মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আজ গুরুতর অভিযোগ করেছেন। তিনি সংবাদ মাধ্যমকে জানান, বিদেশ থেকে বিল বিরোধী আন্দোলনকারীদের টেলিফোন করে আৰ্থিক সাহায্য দিয়ে এই আন্দোলন চালানো হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.