Header Ads

ফের গুয়াহাটি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ মাস দুয়েকের মধ্যে দেশের প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী তৃতীয়বার গুয়াহাটি সফরে এলেন। আগামী কাল অৰ্থাৎ শনিবার তিনি চাংসারিতে প্ৰস্তাবিত এইমস-র শিলান্যাস করবেন। সেখানেই ব্ৰহ্মপুত্ৰ নদের ওপর ৬ লেনযুক্ত সেতুরও ভিত্তিপ্ৰস্তর স্থাপন করবেন। ব্ৰহ্মপুত্ৰের উপর গুয়াহাটি থেকে উত্তর গুয়াহাটি আমিনগাঁও পৰ্যন্ত ৬ লেনযুক্ত সেতু নিৰ্মিত হবে। তা হবে দেশের অন্যতম প্ৰধান নদী সেতু। মোদীর গুয়াহাটি-র কাছাড়ি থেকে আমিনগাঁও পৰ্যন্ত রোপওয়ে উন্মোচনেরও কথা আছে। প্ৰধানমন্ত্ৰী শুক্ৰবার উত্তরবঙ্গের ময়নাগুড়িতে এক বিশাল জনসভায় ভাষণ দেন। প্ৰধানমন্ত্ৰী গুয়াহাটিতে অবস্থান করার পর ত্ৰিপুরা এবং মণিপুরের দুটি জনসভায় ভাষণ দেওয়ার কথা আছে। এদিন বরঝার গোপীনাথ বরদলৈ আন্তৰ্জাতিক বিমান বন্দরে প্ৰধানমন্ত্ৰীকে স্বাগত জানান, রাজ্যপাল জগদীশ মুখী, মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল এবং অৰ্থ মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা প্ৰমুখ। এদিকে, মোদীর গুয়াহাটি সফর নিয়ে নারাজ আসু। এদিন বিজেপির বিরুদ্ধে আসু সমেত গুয়াহাটি  বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্ৰীরা প্ৰতিবাদ জানান। ছাত্ৰছাত্ৰীরা মোদীর কুশপুতুল দাহ করে। দু’দিনের বিশেষ কার্যসূচি নিয়ে  প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি  উত্তর-পূর্বাঞ্চলে আসেন। এদিন সন্ধ্যে ছ’টার সময় বিশেষ বিমান করে বড়ঝাড়ের গোপীনাথ বরদলৈ আন্তৰ্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছন। প্রধানমন্ত্রীর আগমনের জন্য বিমানবন্দরের চারপাশ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। প্রধানমন্ত্রীর কনভয় বিমানবন্দর থেকে রাজভবনে যাওয়ার পথে গৌহাটি বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে পার হয়ে যাবার সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রধানমন্ত্রীর পুত্তলিকা দাহ করে বিক্ষোভ প্রদর্শন করে। নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করার সাথে প্রতিবাদকারীরা কালো পতাকাও দেখায়। সাথে তারা বিভিন্ন স্লোগানে উত্তাল করে তোলে বিশ্ববিদ্যালয় পরিসর। এর ফলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। অন্যদিকে মহানগর পুলিশ আন্দোলনকারীদের প্রতিবাদ করতে বাধা দেয়। ফলে পুলিশ ও প্রতিবাদকারীর মধ্যে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। প্ৰসঙ্গত, প্রধানমন্ত্রীর আগমনের জন্য সমস্ত গুয়াহাটিতে ১৪৪ ধারা জারি করেছে মহানগর পুলিশ। অন্যদিকে শহীদ ন্যাসেও আসু কর্মীরা প্রধানমন্ত্রীর আগমনের সময় নাগরিকত্ব সংশোধনী  বিলের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন। ফলে অনেক প্রতিবাদকারীকে ন্যাসের ভিতরে আটকে রাখে পুলিশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.