Header Ads

সিবিআইয়ের অফিসাররা পশ্চিমবঙ্গের পুলিশ কমিশনারের গ্ৰেফতারকে কেন্দ্ৰ করে কেন্দ্ৰ ও রাজ্যে চরম সংঘাত

নয়া ঠাহর প্ৰতিবেদন, কলকাতাঃ সারদা কোলেংকারি নিয়ে সিবিআই তদন্ত চলছে সুপ্ৰিম কোৰ্টের নিৰ্দেশ ক্ৰমে। সিবিআইয়ের অভিযোগ, পশ্চিমবঙ্গের পুলিশ কমিশনার রাজীব কুমারের হাতে প্ৰচুর ফাইল রয়েছে। এগুলো উদঘাটন করলে বহু তথ্য বেরিয়ে আসবে। তাই রবিবার সিবিআইয়ের ৪০ জন অফিসার পশ্চিমবঙ্গের পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে হানা দেন। তাঁকে গ্ৰেফতার করে নেওয়ার জন্য। বেঙ্গল পুলিশ প্ৰতিবাদ করে উল্টো সেই ৪০ জন সিবআই অফিসারকে তুলে নিয়ে গিয়ে শেক্সপিয়র সরনি থানায় কিছুক্ষণ আটকে রাখে। এই প্ৰতিবাদে মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায় মেট্ৰো চ্যানেলের সামনে ধরনায় বসেন। তাঁর অভিযোগ, কোন অধিকারে সিবিআই অফিসাররা পশ্চিমবাংলার পুলিশ কমিশনারকে গ্ৰেফতার করতে এসছেন। এই ঘটনায় অভূতপূৰ্ব সাংবিধানিক সংকটের সৃষ্টি হয়েছে। কেন্দ্ৰ এবং রাজ্য সরকারের সংঘাত চরমে পৌঁছে গেছে। মুখ্যমন্ত্ৰী বলছেন যতক্ষণ না পৰ্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে অভিযান চালানো বন্ধ হবে আমাদের প্ৰতিবাদ অব্যাহত থাকবে। সবকিছু হচ্ছে কেন্দ্ৰীয় সরকারের নিৰ্দেশক্ৰমে। এই ঘটনায় দেশজুড়ে তীব্ৰ প্ৰতিক্ৰিয়ার সৃষ্টি হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্ৰী অরবিন্দ কেজরিওয়াল, বিহারের আরেজেডি নেতা তেজস্বী যাদব ট্যুইটারে মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমৰ্থন করেছেন। বিজেপি নেতা জশবন্ত সিনহাও ট্যুইটার করে মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমৰ্থন করেছেন। এই প্ৰতিবেদন লেখা পৰ্যন্ত মুখ্যমন্ত্ৰী ধরনায় রয়েছেন। কলকাতা পুলিশের বক্তব্য সিবিআই কোনও ধরনের আইনি কাগজপত্ৰ দেখাতে পারেনি। পরিস্থিতি নিযন্ত্রণ করতে মোতায়েন হয়েছে সিআরপিএফ জওয়ান। বিষয়টি নিয়ে আগামিকাল সুপ্ৰিম কোৰ্টে যাবে সিবিআই।বিজেপি বিরোধী অধিকাংশ রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের পাশে দাঁড়িয়ে সোমবার সংসদে প্ৰতিবাদ করবে। রাজ্যজুড়ে কাল থেকে তৃণমূল কংগ্ৰেসের প্ৰতিবাদ। সিবিআই বলছে তাদের হাতে নিৰ্দিষ্ট কাগজ পত্ৰ রয়েছে। কিন্তু তাদেরকে কমিশনারের বাড়িতে ঢুকতে অনুমতি দেওয়া হয়নি। সারদা সহ বিভিন্ন চিটফান্ডের তদন্ত করার জন্য সিবিআই তদন্ত চালাচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.