Header Ads

গুয়াহাটির শাক্তিপীঠ কামাখ্যা ধামে সোনাল মানসিংহের ‘শিব প্রকল্প’ দৰ্শকদের মুগ্ধ করল

 
দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ নীলাচল পাহাড়ের বিখ্যাত শক্তিপীঠ কামাখ্যা ধামে সরস্বতী পুজোর দিন অর্থাৎ রবিবার রাতে নৃত্যশিল্পী ড০সোনাল মানসিং প্রদর্শন করলেন শিব সংকল্প।  একটি পৌরাণিক উপাখ্যান অনুসারে প্রস্তুত করা হয় এদিনের অনুষ্ঠানটি। যেখানে নাচের মাধ্যমে অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির জয় দেখানো হয়েছে। সোনল মান সিং এর আগেও বেশ কয়েকবার কামাখ্যা ধামে শাস্ত্রীয় নৃত্যের প্রদর্শন করেছেন। এই নৃত্য প্রদর্শনের পূর্বে তিনি বলেন যে মা কামাখ্যার আদেশ অনুসারে তিনি শক্তিপীঠে এই নৃত্য প্রদর্শন করছেন।প্ৰসঙ্গত, শাস্ত্ৰীয় নৃত্যের একনিষ্ঠ সাধিকা সোনাল মানসিং ভারতীয় বহু পৌরাণিক কথা নৃত্যের মাধ্যমে শিল্পের রূপ দিয়েছেন। এদিনের অনুষ্ঠানে বিখ্যাত সত্রীয়া নৃত্য শিল্পী কাশ্মীরি হাজারিকা কাকতি পারফৰ্মেন্স করে দর্শকদের মুগ্ধ করেন। ড০ সোনাল মানসিংয়ের অনুষ্ঠান দেখতে এদিন কামাখ্যা ধামে লোকের ভীড় উপচে পড়ে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.